আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫২

পঞ্চবটীতে চাঁদা না দেয়ায় দোকান ভাংচুর!

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার পঞ্চবটী এলাকায় পিতা-পুত্রের দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী দোকানী এনায়েতনগর এলাকার মৃত.মমতাজউদ্দিন ভুইয়ার ছেলে মো.নুরুল ইসলাম ভুইয়া চাঁদাবাজ মিলন সরদারগং এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৃত.মমতাজ উদ্দিন ভুইয়ার ছেলে মো.নুরুল ইসলাম ভুইয়া উল্লেখ করেন যে,ফতুল্লা থানাধীন এনাতেয়তনগর ইউনিয়নস্থ পঞ্চবটি মসজিদ মার্কেট এর সামনে রাস্তার পাশে জিলাপি, নিমকি ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার এর ব্যবসা দীর্ঘদিন যাবৎ পরিচালনা করিয়া আসিতেছি। বিগত ২ বছর যাবৎ উল্লেখিত বিবাদীদ্বয় আমাকে ব্যবসা করিতে দিবে না ও প্রাণ নাশের হুমকি সহ এরূপ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি ধমকি দিয়া আমার নিকট হইতে চাঁদা বাবদ টাকা পয়সা নিয়া যাইতো। এ বিষয়ে আমি বিবাদীদ্বয়কে নিয়া স্থানীয় ভাবে বসিয়া বহুবার আপোষ মিমাংসা করিতে চাইলেও বিবাদীদ্বয় আমাদের ও এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গদের কারো কথার কোন প্রকার কর্নপাত না করিয়া উলটো আমাকে আরও ভয়-ভীতি  হুমকি ধমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় বুধবার ১লা অক্টোবর রাত ১০ টায় উল্লেখিত বিবাদী মিলন সরদার ও তার ছেলে অহিন সরদারসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের নিয়া আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া আমার নিকট হইতে আবারও চাঁদা দাবি করে। আমি বিবাদীদের চাঁদা দিতে পারিবনা বলিয়া জানাইলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমার দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে আর্থিকভাবে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিগ্রস্থ করে। বিবাদীগণ তাহাতেও ক্ষেন্ত না হইয়া আমাকে মারধর করিতে উদ্ব্যত হইলে আমরা উক্ত স্থান হইতে পালাইয়া আসি। অতঃপর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় আমি উপরোক্ত বিষয়ে অত্র থানায় অভিযোগ দায়ের করার জন্য আসিলে, বিবাদীগণ বিষয়টি জানিতে পারিয়া ফতুল্লা থানাসংলগ্ন মেইন রাস্তার পাশে আমার ছেলে রফিকুল ইসলাম রনি (৩৩) কে দেখিতে পাইয়া আমার ছেলের পথ রোধ করিয়া দারাইয়া আমার ছেলেকে এলোপাথাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পর ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও গুরুত্বর রক্ত জমাট জখম করে। স্থানীয়রা জানান, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফের আপন ছোটভাই এ মিলন সরদার। বিগত আওয়ামীলীগের শাসনামলে আওয়ামীলীগের নেতাদের দাপটে পঞ্চবটী সড়কের উভয়পাশে রাস্তার উপর দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা হারে চাদাঁ আদায় করতেন এ মিলন সরদার। বর্তমানেও এর ধারা অব্যাহত রেখে অন্তত ১৫টি দোকান থেকে প্রতিদিন ৫০০ টাকা হারে চাদাঁ আদায় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক দোকানী জানান,আমরা বিগত সময়ের ন্যায় এখনও পর্যন্ত এ চাঁদাবাজ মিলন সরদারের কাছে জিম্মিবস্থায় রয়েছি। সরকারী সড়কের উপর আমরা দোকান বসিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে কোনমতে বেচে থাকার সংগ্রাম করে চলেছি। অথচ মিলন সরদারকে চাঁদা না দিলে এখানে দোকান করাটা মুশকিল হয়ে দাড়ায়। আমরা চাই চাদাঁবাজ মিলন সরদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা