আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫৪

শহরে পূজামÐপ পরিদর্শনে অ্যাডভোকেট আবুল কালাম

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৫ | ১১:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর ১৫, ১৭ ও ১৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজামÐপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। গত বুধবার রাতে তিনি প্রথমে বলদেব জিউর আখড়া মন্দিরে উপস্থিত হন। পরে ধারাবাহিকভাবে ১৭, ১৮ ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে গিয়ে পূজামÐপের সার্বিক খোঁজখবর নেন। এর আগে গত মঙ্গলবার তিনি নগরীর ১৩নং ওয়ার্ডের আমলাপাড়া পূজামÐপ এবং ১৪নং ওয়ার্ডের সব পূজামÐপ পরিদর্শন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. আবুল কালাম বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তবে সনাতন ধর্মাবলম্বীদেরকে ‘সংখ্যালঘু’ বলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন না। এমনকি তার পরিবারের কেউও এটি বলা পছন্দ করেন না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিজ ধর্ম ও উৎসব স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। সংখ্যালঘু বলে কাউকে হেয় করা ঠিক নয়, কারণ তারাও এই দেশের নাগরিক। উৎসবমুখর পরিবেশে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।” এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহŸায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সাবেক কোষাধ্যক্ষ সোলাইমান, সাবেক সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, সুজন মাহমুদ, শহীদ হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহŸায়ক নুরে আফসার শাওন, যুগ্ম-আহŸায়ক জাহাঙ্গীর বেপারী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী দর্পণ প্রধানসহ আরও অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা