আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:৩৭

বিএনপির শীর্ষ তিন নেতাকে কটুক্তি বহিষ্কারের পথে এড. সাদ্দাম

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৫ | ৯:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির একাধিকবারের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে গিয়ে বহিষ্কারের মুখে পড়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। এদিকে সোনারগাঁও উপজেলা বিএনপির আওতাধীন সাদিপুর ইউনিয়ন, বারদী ইউনিয়ন, শম্ভুপুরা ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন ও সোনারগাঁও পৌর বিএনপি পৃথকভাবে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যমে ‍বিবৃতি ও প্রতিবাদ জানিয়েছেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের মত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। ঘটনা সূত্রে জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর সোনারগাঁঁও পৌরসভার তাঁজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ব্যানারে একটি নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। এতে তিনি সভাপতিত্বও করেছেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীন। উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন সহ অন্যান্যরা। ওই অনুষ্ঠানে সাদ্দাম হোসেন বক্তব্য রাখতে গিয়ে বেসামাল হয়ে পড়েন। তিনি বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীতার বিষয়ে তিনজন শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বলেন, সোনারগাঁয়ে যে কয়েকজন প্রার্থী আছে তাদের মধ্যে যদি সমালোচনা করতাম, তখন বলতাম একজন মূর্খ চাঁদাবাজ, আরেকজন বয়সের ভারে প্রতিবন্ধি, আরেকজন শুনতেছি উনি বরিশাইল্লা খেতা। বরিশালের খেতা সেও নাকি নির্বাচনে এমপি হইতে চায়। তিনি গিয়াসকে সমর্থন করে বলেন, ‘সোনারগাঁয়ের উন্নয়নের জন্য শিক্ষিত নেতা চাই।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে পড়ে। এতে কঠোর সমালোচনার মুখে পড়েন সাদ্দাম হোসেন। কারন হিসেবে নেতাকর্মীরা জানিয়েছেন, সাদ্দামকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছেন আজহারুল ইসলাম মান্নান। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন পাইতে দিতে এবং নির্বাচনে জয়ী করতে সকল ধরণের সহযোগীতা করেছেন মান্নান। অথচ নির্বাচনে জয়ী হয়ে সেই মান্নানকে পল্টি দিয়ে গিয়াসউদ্দীনকে ফুলের শুভেচ্ছা জানান সাদ্দাম। গত ২৬ সেপ্টেম্বর গিয়াসকে নিয়ে সোনারগাঁও পৌর এলাকায় কর্মসূচি পালন করেন তিনি। ওই কর্মসূচিতে অধ্যাপক মামুন মাহামুদের আধিনিবাস বরিশালকে নিয়ে কটাক্ষ করেন এবং রেজাউল করিমের বয়স নিয়ে কটাক্ষ করে বক্তব্য রাখেন। এই ঘটনার পর সোনারগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে লিখিত বিবৃতি দিয়ে প্রতিবাদ নিন্দা জানিয়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন বিএনপি। তাকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এমন সম্ভাবনার বিষয়টি জানতে পেরে নিজের বহিষ্কার ঠেকাতে জেলা বিএনপির শীর্ষ নেতাদের দ্বারস্থ হয়েছেন সাদ্দাম হোসেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা