
ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকে কাঠি নীরব, উৎসবের রঙ এখন বিসর্জনের জলে মিলিয়ে যাওয়ার অপেক্ষায়। একদিকে সিঁদুর খেলার বাঁধভাঙা উচ্ছ¡াস আর অন্যদিকে দেবী দুর্গাকে বিদায় জানানোর গভীর বিষাদ—এই দুই প্রবল অনুভূতির স্রোত মিলেমিশে একাকার হলো নারায়ণগঞ্জের পূজামÐপগুলোতে। গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে এই আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যার পর থেকে শীতলক্ষ্যা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। সকাল থেকেই বিজয়া দশমীর পূজা অর্চনার পর নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া পূজামÐপ, সাহাপাড়া, নতুন পালপাড়া, নতুন নয়া মাটির মতো বিভিন্ন মÐপে চলে ভক্তদের আরতি ও রঙের হোলি খেলা। বিবাহিতা নারীরা পরম ভক্তি নিয়ে দেবী দুর্গার চরণে সিঁদুর পরান এবং মিষ্টিমুখ করান। এরপর তারা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করে স্বামীর দীর্ঘ জীবন ও দাম্পত্য সুখ কামনা করেন। দেবীকে বিদায় জানানোর জন্য সধবা নারীরা ফুল, সিঁদুর ও নানা অলঙ্কার দিয়ে দেবীকে সাজান। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মÐপ থেকে ট্রাক ও ভ্যানে করে প্রতিমা নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হতে শুরু করে। ভক্তদের নাচ-গান, রং ছিটানো এবং ঢাকঢোল, বাঁশি ও উলুধ্বনিতে চারপাশ মুখর হয়ে ওঠে। এই শোভাযাত্রাগুলো নগরীর বিআইডবিøউটিএ’র ৩নং ঘাটসহ বিভিন্ন ঘাটে পৌঁছায়। সন্ধ্যার পর থেকে শীতলক্ষ্যা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। নগরীর ৩নং ঘাটে সন্ধ্যা পৌনে ৭টায় প্রথমে চাদমারি শ্রী শ্রী জয় ব্রজানন্দ ও জয় মা ভাগবতী মÐপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর একে একে বিভিন্ন মÐপের প্রতিমা ঘাটে আসে। প্রতিমা বিসর্জন দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। মধ্যরাত পর্যন্ত চলে এই বিসর্জন প্রক্রিয়া। এ বছর নারায়ণগঞ্জে মোট ২২৪টি মÐপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হওয়ায় প্রশাসন সন্তুষ্টি প্রকাশ করেছে। বিসর্জন ঘাটে প্রশাসন-পুলিশের নিরাপত্তায় এবং নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত¡াবধানে বিসর্জন কার্যক্রম চলে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিসর্জন প্রস্তুতি পরিদর্শন শেষে বলেন, “এ পূজায় আমরা যে বন্ধন যে সা¤প্রদায়িক স¤প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এবং এটি বিশ্ববাসীকে দেখাতে চাই।” তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ নম্বর ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে, যেখানে তারা এবার বিসর্জন দিচ্ছেন। শাস্ত্রীয় মতে, এই বছর দেবীর আগমন ঘটেছিল গজে (হাতিতে), যা মর্ত্যলোকের জন্য সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে। তবে বিজয়া দশমী গতকাল বৃহস্পতিবার হওয়ায় দেবীর গমন হচ্ছে দোলায় বা পালকিতে। শাস্ত্রমতে, দোলায় গমন মহামারী, ভূমিকম্প ও অতিমৃত্যুর ইঙ্গিত দেওয়ায় ভক্তদের মনে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসময়ে প্রতিমা বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহŸায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য মাসুদ রানা, ডাঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পালসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯