
ডান্ডিবার্তা রিপোর্ট
শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ম্যাচের ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন হামজা। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে হংকং। তবে তাদের আক্রমণ আটকে যায় বাংলাদেশের ডিফেন্সে।এরপর তিন গোল হজম করে স্বাগতিকরা। শেখ মোরসালিন ও সামিত সোমের গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ে কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী।
অন্যদিকে বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যায় বাংলাদেশের আক্রমণ। ম্যাচের ৪২ মিনিটে আক্রমণ থেকে বল জালে জড়ায় হংকং। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
কিন্তু ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে হংকংয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস। ম্যাচে ফিরতে বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা আটকে যায় হংকং ডিফেন্সে।
অন্যদিকে ম্যাচের ৭৪ মিনিটে আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। বাম দিকে থেকে সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল যায় গোলমুখে। সেখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেরকিস সহজেই বল জালে পাঠান। তবে ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বল জালে জড়িয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় শেখ মোরসালিন।
এরপর ম্যাচের ৯৮তম মিনিটে সময়ে কর্নার থেকে হেডে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সামিত সোম। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এতে ৪-৩ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯