
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি প্রার্থী। দুটি থানা/উপজেলার স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন আজহারুল ইসলাম মান্নানের হাতেই ওঠতে যাচ্ছে ধানের শীষ প্রতীক। রাজনৈতিক বোদ্ধারাও এমনটাই করছেন। বিগত আওয়ামীলীগ সরকারের সাড়ে ১৫টি বছর রাজপথে মান্নানের ত্যাগ ও নির্যাতন নিপীড়ণ এবং দলের প্রতি তার কমিটমেন্ট তাকে মনোনয়ন লড়াইয়ে এগিয়ে রাখছে। একই সঙ্গে ভোটের বৃহত্তর অংশ সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে ভোটের লড়াইয়েও নিজেকে প্রমাণ করেছেন। সেই আজহারুল ইসলাম মান্নানের মেঘনা শিল্পনগরীর এলাকার বেপারী ভবনের বৈঠক রুমে নারায়ণগঞ্জ মহানগরীর বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের শীর্ষ তিন নেতার একটি ছবি গত বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকার আমলে মহানগরীর এই তিন নেতা রাজপথের পরীক্ষিত এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃত্ব দিচ্ছেন এবং দিয়েছেন। যারা রাজনীতির মাঠে নামলে তাদের নেতৃত্বে ব্যাপক জনসমাগম ঘটে। দলের কঠিন সময়েও হরতাল অবরোধ করে নিজেদের জাত চিনিয়েছেন। সেই তিন নেতা আজহারুল ইসলাম মান্নানের পাশে দাঁড়িয়েছেন নির্বাচনী হাওয়ায়। তারা হলেন- মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল। এদের মধ্যে সাহেদ ও বাবু নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফয়সাল মোল্লা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর যুবদলের রাজনীতি করেছেন সামনে থেকে। রাজপথে আন্দোলন সংগ্রামেও তিনি ভুমিকা রেখেছেন। পরবর্তীতে তিনি মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক হোন। উপরোক্ত তিন নেতা মান্নানের বাসায় এক সাথে বসে থাকার একটি ছবি ফেসবুকে প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়ে পড়েছে। সেই সাথে সিদ্ধিরগঞ্জের রাজনীতিতেও ভিন্নমাত্রা যোগ করেছে। সিদ্ধিরগঞ্জের রাজনীতিতে ব্যাপক আলোচনায় ওঠে এসেছে এই তিন নেতা মান্নানের পক্ষে নির্বাচনী মাঠে নামার ভুমিকা। সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল তার ফেসবুক আইডি থেকে নিজেই ছবিটি পোস্ট করেছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯