
বন্দর প্রতিনিধি
বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বন্দরের নবীগঞ্জের পবিত্র কদমরসুল দরগাহ জিয়ারত শেষে গণসংযোগ লিফলেট বিতরণ শুরু হয়। এসময় বন্দরের বিভিন্ন এলাকায় সদর-বন্দর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। লিফলেট বিতরণকালে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ¯েøাগানে ¯েøাগানে মুখরিত করে তুলেন। সেই সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণ শেষে আবু জাফর আহমদে বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ চলবে। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশের উন্নয়ন সাধিত হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমি ঘোষণা দিয়েছি সদর-বন্দর আসন থেকে মনোনয়ন চাইবো। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কদমরসুল সেতু, বিশুদ্ধ পানির সঙ্কট নিরসনসহ সকল সমস্যার সমাধান করা হবে। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় গিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে আবু জাফর আহাম্মদ বাবুল ছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, হাবিবুর রহমান দুলাল ও বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। শুরুতেই নেতৃবৃন্দ কদমরসুল দরগাহ থেকে নেমে প্রথমে রসূলবাগ, পর্যায়ক্রমে কবিলের মোড়, পৌরসভা মোড়, একরামপুর, খান বাড়ির মোড় ও বন্দর ১নং খেয়াঘাট এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মেজবাউদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদ মেম্বার, বন্দর থানা বিএনপি নেতা জব্বার পাঠান, আব্দুল সাত্তার, মোন্তাসির সজন, সাকিব, পাভেল, আক্তার, আরিফ, মুকুল, শাহআলী, নাহিদ, নাদিম মাহামুদ, মঞ্জু, সালে আহাম্মদ, শিবু, হিরন, রুবেল, রশিদ, লিংকন, যুবদল নেতা তাজুল ইসলাম, নাদিম, তৌহিদ, হাসান, শাহীন, তৌহিদ, মজিবর, আনোয়ার, পলক, র্নিময়, হাসান, রহমত উল্লাহ, নাছির, মোক্তার, আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাঈদ, ফারুকুল ইসলামসহ কর্মী-সমর্থকরা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
ই-
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯