আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৫:৪৫

বিএনপিতে ভাড়াটিয়া শিল্পপতির প্রয়োজন নেই

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের মাঠের নেতাকর্মীরা যাদের পাশে রয়েছে, তারা নমিনেশন পাবে। বিএনপিতে কোনো ভাড়াটিয়া বা শিল্পপতির প্রয়োজন নেই। আমাদের দল আমরা নিজেরাই নেতৃত্ব দিতে সক্ষম।” গতকাল শুক্রবার বিকেলে মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক মাহবুব রহমান। সাখাওয়াত হোসেন খান বলেন, “গত ৩ বছরে মহানগর বিএনপিকে সংগঠিত করেছি। প্রতিটি ইউনিট ও পাড়া-মহল্লায় নেতাকর্মীরা বিএনপির পক্ষে জনম তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করছেন। এই ত্যাগী নেতাকর্মীরাই আগামী নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করবে। আমরা নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।” তিনি আরও বলেন, “এক দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। তারা ধর্মকে বিক্রি করছে, কিন্তু আমাদের ইসলাম হলো হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা অনুযায়ী। আমরা মৌদুদী ইসলাম প্রতিষ্ঠা হতে দেব না।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, যুগ্ম আহŸায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান সহ মহানগর ও ১৬নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা। বিকেল শহরের মন্ডলপাড়ায় ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, বর্তমান সময়ে আমরা কিন্তু নির্বাচন মুখী। আমরা গত ৩ বছরে মহানগর বিএনপিকে ঢেলে সাজিয়েছি। প্রতিটি ওয়ার্ড ও পাড়ামহলায় আমরা বিএনপির কর্মী তৈরি করে রেখেছি। যেসকল ত্যাগী নেতাকর্মীরা রয়েছে তারা সকল ইউনিটের সকল পাড়া মহল্লায় নেতাকর্মীদ সুসংগঠিত ও বিএনপির পক্ষে জনম তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ত্যাগী নেতাকর্মীরা বিএনপি নিবেদিত প্রাণ। আগামী দিনে নারায়ণগঞ্জে বিএনপি ও ধানের শীষের প্রার্থী যেই হবে তার পক্ষে কাজ করে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমরা এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আজকে একটি দল এ নির্বাচনকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। তারা ধর্মের কথা বলে ধর্মকে বিক্রি করে। শুধু তাই নয় বড় বড় আলেমরাও কিন্তু বলে জামায়াতে ইসলামী মদিনার ইসলাম করে না। তারা কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাঃ এর যে ইসলাম সেই ইসলামের মধ্যে নাই। তারা হল মৌদুদী ইসলাম, সেই ইসলাম আমরা মানি না। তারা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে মৌদুদীর ইসলাম কায়েম করবে। সুতরাং আমরা সেটা হতে দেব না। মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপিরযুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, যুগ্ম আহŸায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, ডা. মজিবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা