আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৩

নিরাপত্তাহীনতায় এনসিপি নেত্রী লুবনা

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এবং হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা এনসিপির সদস্য মোসা. সোনিয়া আক্তার লুবনা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা কয়েকজন কয়েকদিন যাবৎ আমার ফেসবুক মেসেঞ্জারে এবং কমেন্ট বক্সে কয়েকটি ফেসবুক ফেক একাউন্ট হইতে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ অনুমান রাত ১ টায় দিকে অজ্ঞাতনামা বিবাদী আমার ফেসবুক একাউন্ট হ্যাক করে। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং অনৈতিবাচক কথাবার্তা পোষ্ট করে, আমাকে বিভিন্ন ভাবে হয়রানির করছে। এ অবস্থায় অজ্ঞাতনামা চক্রটি যে কোন সময় আমার আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। আরও উল্লেখ করেন, এই দিকে নারায়ণগঞ্জের কিছু নিউজ পোর্টালে আমাকে নিয়ে কিছু মিথ্যা সংবাদ করাচ্ছে যে, আমি ভুয়া জুলাই যোদ্ধা। অন্য দিকে কিছু কুচক্র ফেসবুকে আইডি হ্যাক করে গতকাল রাতে, এবং উল্টা পাল্টা পোস্ট দিয়েছে। জুলাইয়ে আন্দোলনের ভ‚মিকা আমার প্রতিটা ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রিপোর্ট করে এর কারন অনেকটাই স্পষ্ট এখন, কেনো বা কিসের জন্য করা হচ্ছে আর কেনো করা হচ্ছে। গতবছর ৫ আগস্টের পর থেকে আমি আহত ও শহীদের জন্য কাজ করে আসছিলাম। শুধু তাদের লিস্ট করার ক্ষেত্রে সাহায্য করেছি এবং আমার করা প্রত্যেকটা আহত ও শহীদদের নামের তালিকা ভালোভাবে যাচাই-বাচাই করে সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে এবং তাদের প্রত্যেকের তালিকা আমার নিকট সংরক্ষিত রয়েছে। তিনি উল্লেখ করেন, আমার সাথে আরও অনেক রাজনৈতিক দলের লোকজন যুক্ত ছিলেন এই লিস্ট করায়, কিন্তু আহত ও শহীদদের লিস্ট করা পর্যন্তই ছিলাম, পরে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক থেকে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হওয়ার সুবাদে আর আহত শহীদদের নিয়ে কোন ধরনের কাজ করার সুযোগ এবং সময় পাইনি আর করিনি। মামলার বিষয়ে ডায়েরিতে উল্লেখ করেন, আমিসহ যাদের নামে মামলা দায়ের করা হয়েছে তাদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। এমনকি কখনও দেখিনি। জানি না এই মামলা কেন দায়ের করা হয়েছে আর কোথা থেকে মামলা হয়েছে। আমাকে কিসের ভিত্তিতে অভিযুক্ত করা হয়েছে আর অভিযোগটা আসলে কি নিয়ে। আসামি কারা বা বাদী বা কে? আর যেহেতু এই মামলা এখন আইনী ব্যপার সুতরাং এই মামলা নিয়ে আমার কোন ধরনের বক্তব্য নেই এটি সম্পূর্ণ আইনের ব্যাপার এবং এর তদন্ত সাপেক্ষে যে ধরনের ফলাফল হবে তার উপর ভিত্তি করে আমি আইনানুগ প্রক্রিয়ায় এগিয়ে যাবো।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা