
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক ও ফতুল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি মাশুকুল ইসলাম রাজিব। গতকাল শুক্রবার বিকেল তিনটায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে ৭ ও ৮নং ওয়ার্ডের দোকানদার, পথচারী, রিক্সা চালকসহ জনগণের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিবের ৩১ দফার লিফলেট ও ধানের শীষের প্রচারনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। লিফলেট ও প্রচারনা পূর্বে পথসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ছোট ছোট গ্রæপে ভাগ হয়ে প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে। বিএনপি ও তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য জনগনকে উদ্বুত্ব করে তাদের দোরগোড়ায় আমাদেরকে পৌছাতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিনত হবে।’ তিনি আরও বলেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির সরকার সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করেছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনজনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের সকল ধরনের সুযোগ করবেন। এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং ফতুল্লা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯