আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৫:৪৩

তারেক জিয়ার ৩১ দফা জনগণের মুক্তি

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাষ্ট্র কাঠামো মেরামত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সদর-বন্দর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর ডিআইটি মসজিদ সংলগ্ন বঙ্গবন্ধু সড়ক থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। তাদের বোঝানোর চেষ্টা করেছি। এই দফাগুলো আসলে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে একমত পোষণ করেছেন যে, তারা আমাদের সঙ্গে এবং জাতীয়তাবাদী আদর্শের পাশে আছেন। তিনি বলেন, আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তবে দল আমাকে যোগ্য মনে করুক বা না করুক—আমি দলের জন্যই কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই বিএনপি। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, এখানে বিভিন্ন মত থাকতে পারে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে আমাদের অনেক মত থাকবে কিন্তু দিন শেষে আমরা একই ছাতার নিচে থাকবো। সবাই মিলে মিশে থাকবো সেটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বলতে চাই আমরা ব্যক্তিগত রেষারেষি না করি কারণ এতে আমাদের দলের ক্ষতি হচ্ছে ভবিষ্যতে আমরা আরো সাবধান হওয়ার চেষ্টা করবো কিন্তু যারা এগুলো করছে তাদেরকেও বলবো যদি কোনো সমস্যা কোনো অমত থাকে আসেন আমরা এক টেবিলে বসি, চায়ের দাওয়াত রইলো। আমরা যাতে একসাথে চলতে পারি। আমরা ঐক্যমত হওয়ার চেষ্টা করি কারণ দিন শেষে সবাই বিএনপি। তিনি আরও যোগ করেন, এখন সময় ঐক্যের। আমরা যখন নিজেদের মধ্যে বাক-বিতÐা করছি, অন্যরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মডেল গ্রæপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, সদস্য এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, সদস্য শহীদুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা