আজ রবিবার | ১৭ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ২২ সফর ১৪৪৭ | ভোর ৫:৩২

যোগদান করেই বিতর্কে ওসি গোলাম মোস্তফা

ডান্ডিবার্তা | ২২ জানুয়ারি, ২০২৩ | ১০:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করেই বিতর্কের সৃষ্টি করেছেন ওসি গোলাম মোস্তফা। আদালতের নির্দেশ ছাড়াই আর্থিক সুবিধা পেয়ে মাদকসহ আটক করে র‌্যাবের হস্তন্তর করা একটি ট্রাকের মালামাল ও সড়ক দুর্ঘটনায় জব্দ করা ট্যাংকলরির তেল দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও ঘটেছে ডাকাতি, খুন ও চুরি, ছিনতাইর ঘটনা। জানা গেছে, চট্টগ্রামের বেঙ্গল গ্রুপের পণ্যবাহী একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৫৪৭১ ) ৩৫ কেজি গাঁজাসহ আটক করে ১৯ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র‌্যাব-১১। আদালতের নির্দেশ ছাড়াই আর্থিক সুবিধা পেয়ে ওসি ওই ট্রাকের মালামাল দিয়ে দেন। এছাড়াও গত ১৩ জানুয়ারি সকালে সাইলো এলাকায় তেলবাহী ট্যাংকলরি (পিরোজপুর ট-৪১-০০৭০) ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়। ওই ঘটনায় পুলিশ ট্যাংকলরিটি জব্দ করেন। ওই ট্যাংকলরিতে থাকা তেলও তিনি দিয়ে দেন। তাছাড়া গত ১১ জানুয়ারি ওসি গোলাম মোস্তফা যোগদান করার পর ১৩ জানুয়ারি রাতে ঘটে ডাকাতির ঘটনা। সেদিন আমেরিকা প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা। এঘটনায় মামলা হলেও অদ্যবধি পর্যন্ত কাউকে আটক বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। মিজমিজি কান্দাপাড়ায় ১৩ তারিখ দিনে দুপুরে রহিম মেম্বারের বাড়ীর দ্বিতীয় তলায় আব্দুল কুদ্দুছের বাসা থেকে নগদ ৩৩ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার চুরি, ১৬ তারিখ মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় প্রবাসী মাজেদুলের বাড়ী থেকে একটি ল্যাপটপ ও একটি এনড্রয়েড মোবাইল চুরি, ১৮ তারিখ মিজমিজি কান্দাপাড়া শফিকুল ইসলামের বাড়ী থেকে নগদ টাকা ও মোবাইল চুরি হয়। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি ছিনতাইর ঘটনা ঘটে। এসব বিষয়ে নতুন ওসির কোন তৎপরাতা নেই বলে স্থানীয়দের অভিযোগ। ১৮ তারিখ বিকেলে জালকুড়িতে ঘটে খুনের ঘটনা।  এসব বিষয়ে জানতে চাইলে ওসি গোলাম মোস্তফা বলেন, ডাকাতির ঘটনায় বলার মত কোন তথ্য নেই। এনিয়ে কাজ চলছে। আটককৃত গাড়ির মালামাল দিয়ে দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করতেই তিনি ব্যস্থতা দেখিয়ে পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা