
ডান্ডিবার্তা রিপোর্ট গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শনিবার সকাল ১১ টায় শহরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। একই সময়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে ৯ বার। গত পহেলা জানুয়ারি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা সরকার নিজের হাতে নিতে বিইআরসি আইন সংশোধন করেছে। এখন সরকার যখন ইচ্ছা তখন দাম বাড়ানোর ক্ষমতা পেয়ে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ হয়ে উঠেছে। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে রেন্টাল-কুইক রেন্টালে উচ্চ মূল্যে বিদ্যুৎ উৎপাদন করছে। আরেক দিকে সিলিন্ডার ব্যবসায়ীদের মুনাফা দিতে গ্যাস অনুসন্ধান কাজ বন্ধ রেখে এলএনজি আমদানী করছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে গ্যাসের দাম বাড়িয়ে জনদূর্ভোগকে অসহনীয় করে তুলছে। সরকার তার ভুল সিদ্ধান্ত, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি করে বিদ্যুতের দাম আরও বাড়ানোর পথ তৈরী করেছে সরকার। সভাপতির বক্তব্যে এড. এবি সিদ্দিক বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব এখন নিত্যপণ্যের উপর পড়বে। দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে, জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। তিনি বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির জন্য বিইআরসি আইন সংশোধনী প্রত্যাহার ও বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান। মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব ধীমান সাহা জুয়েল, মহিলা পরিষদ জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য রীনা আহমেদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান আকন্দ, ফারুক মহসীন, তারিক বাবু প্রমূখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯