আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৮:০৯

ভাগ্য বদলায়নি ত্যাগীদের!

ডান্ডিবার্তা | ২২ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দেড় যুগেরও বেশী সময় ধরে বর্তমান সরকার ক্ষমতায়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুবাধে সরকারি দলের বেশ কিছু নেতার ভাগ্যের পরিবর্তন ঘটেছে রাতারাতি। হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। বিশাল বিশাল অট্টালিকার মালিক। ব্যাংকে জমিয়েছেন কোটি কোটি টাকা। কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটেনি মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের। যারা দলকে ক্ষমতায় আনতে মূখ্য ভূমিকা রেখে থাকেন আন্দোলন সংগ্রামে। পদ পদবীধারী নেতাকর্মীদের দেড়যুগের এই শাসনামলে ভাগ্যের পরিবর্তন ঘটেছে চোখে পড়ার মত। এছাড়া বেশীরভাগ এমন নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যারা আওয়ামীলীগে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে যোগ দিয়েছেন দলে। এাদের দলের মধ্যে তেমন কোন অবদান নেই বললেও চলে। এমন নেতা রয়েছেন যখন আওয়ামীলীগ ক্ষমতার বাইরে ছিল তখন তাদের রিকশায় চলার মত যোগ্যতা ছিল না। নিজ সন্তানের স্কুলের খরচ যোগাতেও হিশশিম খেতেন। আজ তারা কোটি কোটি টাকার মালিক। বিশাল বাড়ি-গাড়িসহ কারি কারি টাকা এখন তাদের কাছে। তবে সাধারণ মানুষ তাদের দেখে বলেন, এরাকি আলাদিনের চেরাগ পেয়েছেন? কিন্তু তারা দলের কোন অনুষ্ঠানে তেমন সহযোগিতা না করলেও মঞ্চে উঠে বড় বড় বক্তব্য দিয়ে নিজেদের জাহির করেন। এ সকল নেতাদের নিয়ে বিপাকে রয়েছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারা এখন না পারছেন ছাড়তে না পরছেন ধরে রাখতে। আর এমন সকল নেতাদের জন্য দলের চরম বদনাম হচ্ছে। বর্তমানে দেশে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য এখন বেঁচে থাকাটা নাভিশ্বাস হয়ে গেছে। তারা না পারছেন বলতে না পারছেন পরিবার নিয়ে চলতে। রীতিমত তারা বেকায়দায় পড়ে গেছেন। আর এসকল হচ্ছে সরকারী দলের কতিপয় কয়েকজন পুঁজিবাদী সিন্ডিকেটের কারণে। সরকার ক্ষমতায় থাকার সুবাদে সরকারি দলের কতিপয় নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তাদের আবার আইন শৃঙ্খলা বাহিনী না দেখার ভান করে এরিয়ে যাচ্ছেন। একটাই কথা তারা সরকারি দলের লোক। আর এ সকল সুবিধাভোগী বিতর্কিত নেতাদের কারনে মাঠের কর্মীরা হচ্ছে সুবিধা থেকে বঞ্চিত সে সাথে দল হারাচ্ছে ঐতিহ্য। একদিকে ক্ষমতাসীনদলে সুবিধাভোগীদের বিতর্কিত কর্মকান্ডে দলের ত্যাগী নেতাদের পাশাপাশি সাধারন মানুষের জীবনও বিষময় হয়ে উঠেছে।  আর দলের ভিতরে অনুপ্রবেশকারীদের বির”দ্ধে দলের সিনিয়র নেতৃবৃন্দের জোড়ালো নজর না দেয়ার ফলে সরকারের জনপ্রিয়তা কমতে শুর” করেছে। এ বিষয়ে একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, সুবিধায় আছেন উঁচু তলার মানুষ, যারা সরকারের উচ্চ পদের কর্মকর্তা আর একেবারে নিন্মবিত্ত মানুষ। সরকারি কর্মকর্তাদের বেতন বেশী হওয়ার কারণে তাদের তেমন একটা বেগপেতে হয়না। আর নিন্ম পর্যায়ের যারা আছেন তাদের আয় কমেনি। তারা দ্রব্যমূল্যের উর্ধগতির দোহাই দিয়ে হাতিয়ে নিচ্ছেন বেশী মুনাফা। এ জন্য তাদেরও তেমন একটা বেগপেতে হয়না। বেকায়দায় রয়েছেন মধ্যবিত্ত মানুষ। তাদের আয় বাড়েনি কিন্তু ব্যায় বেড়েছে অতিরিক্ত। যার দর”ন তাদের কষ্টটাই সবচেয়ে বেশী। আওয়ামীলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামীলীগে যারা পদ পদবী বহন করেন, তারা কেহই কোটি টাকার মালিকের নিচে নয়, তাদের হাতে কোটি কোটি টাকার উপরে রয়েছে। তবে কামাতে পারেনি মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তারা শুধু দলকেই ভালবাসে আর বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে দলের সকল কর্মকান্ডে অংশ গ্রহণ করেন। সাধারণ নেতাকর্মীদের অভিযোগ পদ পদবীধারী কতিপয় নেতা বিগত নির্বাচনে দলীয় প্রতীক বিক্রি করতেও ধিদ্ধাবোধ করেনি। এদিকে আওয়ামীলীগের মুনাফাধারী নেতাদের নিয়ে বিপাকে আওয়ামীলীগের শীর্ষ নেতারা। সম্প্রতি একটি অনুষ্ঠানে আইন প্রনেতা সাংসদ শামীম ওসমান আক্ষেপ করে বলেছেন যারা আওয়ামীলীগের উপর ভর করে আঙ্গুল ফলে কলাগাছ বনে গেছেন বাড়ি-গাড়ির মালিক হয়ে গেছেন তারা কোন আয়কর দেন না তাদের আয়ের উৎস কোথা থেকে এল তা কেন দেখছেনা এনবিআর, দুদক বা আইন শৃঙ্খলাবাহিনী। আর এতে বুঝা যায় আওয়ামীলীগকে পুঁজি করে কতজন আজ উপর তলার মানুষ হয়েছে। তাদের বিষয়ে সরকারের নজর দেয়া জর”রী বলে মনে করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। আর সাধারণ মানুষ মনে করেন, দ্রব্যমূল্যে লাগাম টেনে না ধরলে সরকারের ভাবমূর্তি খারাপ হতে থাকবে আর জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে। তাই এখনই এ বিষয়ে সরকারের নজরধারী বাড়াতে হবে। আর সকল অনিয়ম কঠোর হস্তে দমন করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা