আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৮:১১

দল গুছাচ্ছে আ’লীগ-বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেয়ার জন্য নিজ নিজ দল গুছাতে শুরু করেছে আওয়ামীলীগ-বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের অন্যতম দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এদিকে গত ১৪ বছর ধরে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ চেষ্টা করছেন আবার ক্ষমতায় আসতে। অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতা থেকে দূরে থাকা বিএনপি চাচ্ছে যেকোনো মূল্যে ক্ষমতায় আসতে। তাই এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। এদিকে দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাস বেশ সমৃদ্ধ। বলা হয়ে থাকে, দেশের যেকোনো পরিস্থিতিতে কিংবা ঘটনায় নারায়ণগঞ্জে সবার পূর্বে ঘণ্টা বাজতে থাকে। এবারের নারায়ণগঞ্জের যে পাঁচটি আসন রয়েছে এর মধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে সবচেয়ে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান এই আসনেরই সংসদ সদস্য। যার “খেলা হবে? স্লোগান এদেশসহ প্রতিবেশী দেশ ভারতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অন্যদিকে এই আসনে তার বিপরীতে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। যিনি ২০০১ সালে শামীম ওসমানকে হারিয়েই সংসদ সদস্য হয়েছিলেন। তাই আগামী নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে একেএম শামীম ওসমান এবং বিএনপি থেকে মুহাম্মদ গিয়াস উদ্দিন অংশগ্রহণ করলে তুমুল লড়াই হবে। কারণ দুজনই খুব ঝানু রাজনীতিবিদ। কিভাবে সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে সমর্থন আদায় করতে হয় তা এই দুই রাজনীতিবিদদ্বয় ভালো বুঝেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সব প্রার্থীরা যখন মাঠ গোছাতে প্রস্তত তখন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদের নিজ নিজ এলাকাতে গিয়ে কাজ করার আহবান রেখেছেন। এর ফলে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানও নিজ এলাকায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বেশি মনোযোগী হচ্ছেন। বিপরীতে বিএনপির গিয়াসউদ্দিনও মাঠ গোছাচ্ছেন। এমনটাই আভাস দিয়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করবেন, অন্যথায় করবেন না। এর আগে তিনি এ আসনের এমপি থাকার সুবাদে তার সঙ্গে এই এলাকার নেতাকর্মীদের রয়েছে সুসম্পর্ক। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা বিএনপির নেতাকর্মীদের কাছে গিয়াসের গ্রহণযোগ্যতা বেশি। এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক করা হয়। তার নেতৃেেত আসার পর থেকে দলটি আগের তুলনায় বেশি উৎজীবিত। যার প্রমাণ রেখেছেন প্রত্যেকটি কর্মসূচী সফলভাবে পালন করার মধ্য দিয়ে। তার যোগ্য নেতৃতে জেলা বিএনপি এখন আগের তুলনায় সুসংগঠিত এবং শক্তিশালী। সর্বশেষ কয়েকটি কর্মসূচীতে বিশাল শোডাউন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরই মাধ্যমে তার নেতৃেেতর যোগ্যতা জানান দিয়েছেন। এদিকে গত ৬ ফেব্রুয়ারি তার নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ এবং গত ৪ ফেব্রুয়ারি ফতুল্লায় বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। যেখানে সিদ্ধিরগঞ্জ থানা আহবায়ক কমিটিতে আহ্বায়ক করা হয় মাজেদুল ইসলাম এবং সদস্য সচিব করা হয় ইকবাল হোসেন। অন্যদিকে ফতুল্লা থানা আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয় শহীদুল ইসলাম টিটু এবং সদস্য সচিব করা হয় আযাডভোকেট আব্দুল বারী ভুইয়াকে। যারা প্রত্যেকেই গিয়াসপন্থী। এই আহবায়ক কমিটিগুলো আবার এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করা শুরু করেছে। এর ফলে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন হওয়ার পর থেকে তিনি কম সময়ের মধ্যে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লায় নতুন কমিটি দিতে পেরেছেন। এইসব কমিটি দেওয়ার মাধ্যমে তিনি নির্বাচনের প্রস্ততি জোরেশোরে নেওয়া শুরু করেছেন তা বলা যায়। এদিকে বিগত দুই নির্বাচনে গিয়াস উদ্দিনকে নিষ্ক্রীয় থাকায় শামীম ওসমানকে এমপি নির্বাচিত হতে তেমন ঘাম ঝরাতে হয় নাই। কারণ গিয়াস উদ্দিন ছাড়া এই আসনে শামীম ওসমানের সঙ্গে টক্কর দেওয়ার মতো আর কোনো যোগ্য নেতা নেই। অর্থাৎ বিএনপি থেকে যদি গিয়াসকে মনোনয়ন দেয় তাহলে বর্তমান সংসদ সদস্যের শক্তিশালী প্রতিপক্ষ হবেন তিনি। এদিকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বর্তমান এমপি শামীম ওসমানের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পাশাপাশি রয়েছে ব্যাপক সমর্থকগোষ্ঠী। শামীম ওসমানের ঘাঁটি বলা হয়ে থাকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকাকে। এরই মধ্যে শামীম ওসমান বিএনপিকে হুশিয়ারীও দিয়েছেন। যদিও বিএনপি এতে কর্ণপাত করেনি। তিনিও এবার মাঠ গোছানোর কাজে নামছেন। ফতুল্লা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডও তিনি গঠন করবেন। ফলে সামগ্রীক দিক দিয়েই দুই নেতা এবার মাঠ গুছিয়ে নামতে চাচ্ছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা