আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৮:১৪

মোবাইল চোরাকারবারী চক্রের ২জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতাসহ দু‘জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ হাজার ৮শ’ ১৫ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাকৃতরা হলো চাঁদপুর জেলার ছেংগারচর থানার হাজীপুর গ্রামের মো. ছানা উল্লাহর ছেলে চোরাকারবারী চক্রের মূলহোতা মো. জুয়েল (২৯) একই জেলা থানার  মান্দারতলী গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে জুয়েলের অন্যতম সহযোগী মোক্তার হোসেন (৩৫)গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ হাজার ৮শ’ ১৫ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, এসকল মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা