আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৫

কুতুবপুরে গ্যাস মিজানের দম্ভোক্তি

ডান্ডিবার্তা | ০৮ এপ্রিল, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট তিতাস গ্যাস ট্রান্সমিশনের কর্মকর্তা কর্মচারী বা ঠিকাদার কোন কিছুই না, তবুও নামের আগে উপাধি গ্যাস মিজান। একের পর এক অবৈধ সংযোগ দিয়েই সে এখন হয়ে যায় ঠিকাদার মিজান, হামলা মামলা থানা পুলিশ তিতাসের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ কাউকেই তোয়াক্কা করছেনা এই মিজান, একের পর এক করে যাচ্ছে অপরাধ মূলক কর্মকান্ড। নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের চিতাশাল এলাকার মিজান ওরফে গ্যাস মিজান আবাসিক গ্যাস সংযোগ বন্ধ হওয়ার পর থেকে নিজেকে তিতাসের ঠিকাদার পরিচয়ে নতুন নির্মিত বাড়ির মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে রাতের আঁধারে দিয়ে যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। বনে গেছেন কোটি টাকার মালিক সেই টাকার গরমে মানুষকে মানুষ মনে করেনা এই মিজান। এলাকাবাসী সূত্রে জানা যায়, তার ৫ বছরের এক শিশু বাচ্চার সাথে ঠাট্রা করার কারণে এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করে আহত করে। মারধরের শিকার বৃদ্ধা প্রায় ৬ ঘন্টা পরে মারা যায়। এঘটনায় মিজানের বিরুধে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেপ্তার হয় মিজান। কিছুদিন পর আদালত থেকে জামিনে বেরিয়ে আসে আর তার পর থেকেই নিজেকে জাহির করতে শুরু করে প্রশাসনের বড় কর্তাব্যক্তির আত্মীয়। বলে বেড়ায় হত্যা করার পরও তার কিছু হয়নি। যোগ দেয় রাজনীতিতে এর পর থেকে সে কখনো আওয়ামী লীগ কখনো তাঁতীলীগ কখনোবা যুবলীগ নেতা পরিচয় দাপিয়ে বেড়ায় কুতুবপুর গড়ে তুলে বিশাল সন্ত্রাসী সিন্ডিকেট যাদেরকে ব্যবহার করে দিনের পর দিন করে যাচ্ছে অন্যায় অপরাধ কর্মকান্ড। সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও চাঁদাবাজি করাই মিজানের একমাত্র পেশা। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় মিজান। বিগত এক দশকেরও বেশি সময় ধরে কুতুবপুর দাপিয়ে বেড়াচ্ছে মিজান। এই পর্যন্ত কয়েক শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে ফতুল্লা থানায় তার নামে জমা পড়েছে একাধিক অভিযোগ। সম্প্রতি গিয়াসউদ্দিন নামের এক নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক জখম করে মিজান ও তার সন্ত্রাসী বাহিনী। অনেকদিন হাসপাতালে ভর্তি থাকা গিয়াসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও কয়েক মাস আগে এক নিরীহ পথচারীকে আটকে প্রচন্ড মারধর করে মিজান। এই ঘটনায় ও ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয় আর এই মামলায় ১নং আসামী গ্যাস মিজান। কিন্তু অদৃশ্য কারণে এখনো অধরাই রয়েছে মিজান, আর দিনের পর দিন করে যাচ্ছে অপরাধমূলক কর্মকান্ড। গত চার দিন আগেও নয়া মাটি মুসলিম পাড়া এলাকায় রাতের আঁধারে দিয়েছে দুইটি অবৈধ গ্যাস সংযোগ। খবর পেয়ে পরের দিন সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছে নারাণণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশনের একটি টিম। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মিজান ওরফে গ্যাস মিজান নতুন নির্মিত বাড়িওয়ালাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে থাকে। গ্যাস সংযোগ দেয়ার কয়েক মাস পরে তার নিজের লোক দিয়ে জানায় তাদের অবৈধ সংযোগটি বৈধ করে দেয়া হবে। এর জন্য দিতে হবে মোটা অংকের টাকা। তা নাহলে তাদের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে দেওয়া হবে, আর বাড়ির মালিকরা মোটা অংকের টাকা দিতে অস্বীকার করলেই খবর দেয় তিতাসের কর্মকর্তাদের তারা এসে সংযোগ বিচ্ছিন্ন সহ বাড়িওয়ালাদের নামে করে মামলা।অনেক বাড়িওয়ালারা মিজানের চক্রান্তের শিকার। টাকা পয়সা দিয়েও মিজানের দেয়া গ্যাস সংযোগ চালাতে পারছনা তারা পোহাতে হচ্ছে বিভিন্ন ঝামেলা নয়ামাটি মুসলিম পাড়া চিতাশালসহ আশপাশের এলাকার অনেকেই এখন মিজানের উপর ফুঁসে ওঠেছে। তারা জানেন না এই ভোগান্তির শেষ কোথায়? এই বিষয়ে মিজান জানায় আমি কোন ঠিকাদার না, তবে আমি একজন ওয়াল্ডার। এই পর্যন্ত ৮- ১০টি সংযোগ দিয়েছি । আর আমার মেয়ের হাফ প্যান্ট খুলে ফেলায় আমি বাবা হিসেবে তাকে একটি থাপ্পর মেরে ছিলাম আমার ভাগ্য খারাপ সে মারা গেছে। আমি গিয়াস উদ্দিনের পা ভাঙ্গার সাথে জড়িত না আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না তার পা ভেঙ্গেছে অন্যরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা