আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৬

ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমীরের মৃত্যু

ডান্ডিবার্তা | ০৮ এপ্রিল, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে ইফতার মুখে নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত খলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মহফিলে তিনি স্ট্রোক করে মুত্যু বরণ করেন। এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। খেলাফত মজলিসের উদ্যোগে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান ও সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দুপুরের পর নারায়ণগঞ্জে আসেন। বিকেলে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ইফতারের সময় মুখে খাবার নেয়ার পর আকস্মিক স্ট্রোক করে তার মৃত্যু হয়। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের আমীর ইন্তেকাল করেছেন। মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেন, আমীরের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাওন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তারপর আমরা পরীক্ষা করে দেখেছি উনি আর নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা