আজ বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৯ শ্রাবণ ১৪৩২ | ২৮ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৬:৫৯

শামীম ওসমানকে ছাড় নাই: এড. মাসুম

ডান্ডিবার্তা | ১০ এপ্রিল, ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘আজ ত্বকি হত্যার বিচার হচ্ছে না। কেনো হচ্ছে না? ওই শামীম ওসমান, ওসমান পরিবারের কারণে। শামীম ওসমানের নির্দেশে এই ত্বকিকে হত্যা করা হয়েছে। শামীম ওসমানের পরিবারের সদস্যরা ত্বকিকে হত্যা করেছে। সেই শামীম ওসমানের বিচার করতে চায় না এই সরকার। ত্বকি হত্যার বিচার চাই, শামীম ওসমান তোমার ছাড় নাই।’ ত্বকি হত্যার ১২১ মাস উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা মিলানয়তনে আয়োজিত আলোক প্রজ্জলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘ত্বকি হত্যার বিচার, এটা এখন সময়ের ব্যপার মাত্র। কারণ এখানে তদন্তের কিছু নেই। কারণ তদন্ত হয়েছে, ১৬৪ ধারায় জবানবন্দি হয়েছে। ত্বকিকে কারা হত্যা করে ওই শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছে সব কথা জবানবন্দিতে এসেছে। র‌্যাব একটা চার্জশীট আমাদেরকে দিয়েছিলো। সেই চার্জশীট আদালতে আসলে হয়তো আজ ত্বকি হত্যার বিচার অনেকটা এগিয়ে যেতো।’ প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সমস্যা কোথায়? শামীম ওসমানের নির্দেশে যদি হত্যা হয়ে থাকে, তার পরিবারের সদস্যরা যদি হত্যা করে থাকে, চার্জশীটে যদি তা প্রমান হয়; তাহলে শামীম ওসমানকি কোন আইনের উর্ধে। এই রমজান মাসে আপনার মনটা একটু গলে না কেন মাননীয় প্রধানমন্ত্রী। ত্বকি হত্যার বিচারের জন্য ওই শামীম ওসমানকে কেন ছাড় দেয়া হচ্ছে।’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিহত ত্বকীর পিতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সিপিবি শহর সভাপতি আবদুর হাই শরীফ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা