আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:৪৪

কুতুবপুরে চাচা ভাতিজার মাদক!

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৩ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে চাচা ভাতিজার অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ এলাকবাসী প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মাদক ব্যাবসা ও জুয়ার আসর। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কতুবপরের বউ বাজার এলাকার বিএনপি নেতা, (কুতুবপুর ইউনিয়ণ যুবদলের সহ সভাপতি) নূরুল ইসলাম ওরফে তেলার রিক্সার গ্যাজের ভিতর প্রশাসনের কিছু অসাধু কর্তা ব্যক্তিকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে জুয়ার আসর। তার ভাই রফিকের ছেলে ভাতিজা শাকিল কুতুবপুরের শাহীবাজার,নয়ামাটি,বউ বাজারসহ আশপাশের এলাকাগুলোতে গড়ে তুলেছে মাদকের অভয়ারণ্য। চলমান জুয়ার আসর ও মাদকের ছড়াছড়িতে উদ্বিগ্ন এ অঞ্চলের অভিভাবকরা। চলমান জুয়ার আসর ও এলাকার উঠতি বয়সের যুবকদের মাঝে বিক্রি করছে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন রকমের মাদকদ্র। জুয়াড়ি চক্র স্থানীয় কিছু রাজনৈতিক নেতা ও প্রশাসনের সাথে সক্ষ্যতা রেখে চলছেন বলে অভিযোগ রয়েছে। যার কারণে ওই চক্রটি অনেকটা বেপরোয়া হয়েই এ অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অনেকেই। মাদক ও জুয়া আসরে এলাকার উঠতি বয়সী যুবক ও আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে। দুর-দূরান্ত থেকে আসা মাদক সেবনকারী ও জুয়াড়িরা এখানে লাখ লাখ টাকার হাত বদল করছে এবং প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব। বিগত কিছুদিন পূর্বে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল ও তার সহযোগী নাইমকে আটক করে। এলাকার একটি গ্রুপ আটকের পর জুয়াড়ী নূরুল ইসলাম তেলা তার ভাতিজা শাকিল ও নাইমকে মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অসাধু চক্রটি দীর্ঘদিন জুয়া ও মাদক কারবার চালিয়ে যাওয়ায় এলাকার সাধারণ ব্যবসায়ী ও উঠতি বয়সের যুবকদের মধ্যে নানা প্রতিকুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ খোয়াচ্ছে, কেউ সামান্য লাভবান হচ্ছে। নেশায় বুদ থাকায় খোয়ানো পার্টি আঁচ করতে পারছে না। তবে বেশির ভাগ জুয়া খেলতে এসে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। বিভিন্ন সময়ে জুয়া আসর চালানোর কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এমন তথ্যও মিলছে। এলাকা থেকে অভিযোগ উঠেছে জুয়া আসরকে ঘিরে বিভিন্ন মাদকের সহজ প্রাপ্যতা হওয়ায় দিন দিন এলাকার উঠতি যুবক ও ছাত্র সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। কোনো অবস্থাতেই তাদের সন্তানদের এই মরন নেশার থেকে দূরে রাখতে পারছে না। অনেক সময় অধিকাংশ পরিবারে বিরাজ করছে অশান্তি। মাঝে মাঝে এলাকায় কিছু ছোট-বড় চুরির ঘটনাও ঘটছে বর্তমানে জুয়া আসরের সাথে মাদকের ভয়াবহতাও বৃদ্ধি পেয়েছে। জুয়া ও মাদকের আসরকে ঘিরে এলাকার অভিভাবক তাদের সন্তান ও পরিবেশ নিয়ে বেশ চিন্তিত। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। এই বিষয়ে জানতে বিএনপি নেতা নুরুল ইসলাম ওরফে তেলার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা