
ডান্ডিবার্তা রিপোর্ট ঈদ নয়। তবুও যেন ঈদেরই আনন্দ। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে ছিন্নমূলদের মাঝে যেন তেমনই এক আনন্দ উৎসব লক্ষ করা গেলো। গতকাল শনিবার দুপুরে শহরের লঞ্চ টার্মিনালে মহানগর মৎস্যজীবী দলের ‘ভাত-মাছ’ খাওয়ার উৎসবে এমনই এক আনন্দ মুখোর পরিবেশের সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে প্রায় শতাধিক ছিন্নমূল মানুষদের সাথে মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা ‘ভাত-মাছ’ খাওয়ার উৎসবে মেতে উঠেন। এদিকে মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সাথে একসাথে ‘ভাত-মাছ’ খেতে পেরে মহা আনন্দ প্রকাশ করেছে ছিন্নমূল মানুষেরা। তারা বলেন, আমরা অনেক উৎসবের নাম শুনছি। কিন্তু ভাত মাছ উৎসবের নাম কোনদিনও শুনিনাই। সবাইতো বিভিন্ন দিনে আমাদের শুধু খিচুরি-বিরিয়ানি খাওয়ায়। এই প্রথমবার সবার লগে মিলে ভাত মাছ খাইলাম। খাবারটা অনেক মজা হইছে। পেট শান্তি তো, সব শান্তি। এখন অনেক ভালো লাগতাছে। আমরা তাগোর জন্য আল্লাহ্’র দোয়া করি। এ বিষয়ে আয়োজকদের পক্ষে ‘ভাত-মাছ’ উৎসবের প্রধান অতিথি মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আমরা বিশ্বাস করি, মানব সেবাই পরম ধর্ম। মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয়। আমরা তাদের সেবার মধ্যদিয়েই সৃষ্টিকর্তাকে খুশি করাতে চেষ্টা করছি। জানিনা কতটুকু পেরেছি। তিনি বলেন, আসলে আমরা সকল মানুষই সমান। হয়তো আপনার আমার কাছে সমান নাও হতে পারে। কিন্তু ওই যে উপরে একজন বসে আছেন, সেই জনের কাছে সবাই সমান। আজ সৃষ্টিকর্তা চাইলে ওই ছিন্নমূল মানুষের মাঝে আমিও থাকতে পারতাম, তিনি চান নাই তাই হয়নাই। আপনাকে আমাকে যদি একজনই বানিয়ে থাকে, তাহলে আপনার আর আমার মধ্যে কিসের ভেদাভেদ। আমরা তাদের সাথে একসাথে ‘ভাত-মাছ’ খেয়ে সেটাই প্রমাণ দেয়ার চেষ্টা করেছি যে, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই, আমরা সবাই সমান। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাকির খানের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের তিন দিনের কর্মসূচি ছিলো। এটা ছিলো তৃতীয় দিনের অর্থ্যাৎ শেষ দিনের কর্মসূচি। আজ এখানে আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা জাকির খানের দ্রুত কারামুক্তি ও তার দীর্ঘায়ূ কামনায় দোয়া হয়েছে। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার দ্রুত সুস্থতা এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায়ও দোয়া করা হয়েছে। উৎসবে বিশেষ অতিথি হিসেবে মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ পিয়ার আলী, মো আমান ও মোঃ আসাদুল জামান সানী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ হারুন মিস্ত্রী, সিদ্ধিরগঞ্জ মৎস্যজীবী দল নেতা মোঃ আরিফ, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সঞ্জয় মন্ডল অয়ন, সদস্য মোঃ সুমন, ২৩নং ওয়ার্ড মৎস্যীবী দলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য চান মিয়া, মোঃ আজীম, নাঈম, নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক দলের নেতা মোঃ আশ্রাফ দেওয়ান, মোঃ সুমন খান প্রমূখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯