আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৪:৫৫

ছিন্নমূলদের সাথে মহানগর মৎস্যজীবী দলের উৎসব

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঈদ নয়। তবুও যেন ঈদেরই আনন্দ। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে ছিন্নমূলদের মাঝে যেন তেমনই এক আনন্দ উৎসব লক্ষ করা গেলো। গতকাল শনিবার দুপুরে শহরের লঞ্চ টার্মিনালে মহানগর মৎস্যজীবী দলের ‘ভাত-মাছ’ খাওয়ার উৎসবে এমনই এক আনন্দ মুখোর পরিবেশের সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে প্রায় শতাধিক ছিন্নমূল মানুষদের সাথে মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা ‘ভাত-মাছ’ খাওয়ার উৎসবে মেতে উঠেন। এদিকে মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সাথে একসাথে ‘ভাত-মাছ’ খেতে পেরে মহা আনন্দ প্রকাশ করেছে ছিন্নমূল মানুষেরা। তারা বলেন, আমরা অনেক উৎসবের নাম শুনছি। কিন্তু ভাত মাছ উৎসবের নাম কোনদিনও শুনিনাই। সবাইতো বিভিন্ন দিনে আমাদের শুধু খিচুরি-বিরিয়ানি খাওয়ায়। এই প্রথমবার সবার লগে মিলে ভাত মাছ খাইলাম। খাবারটা অনেক মজা হইছে। পেট শান্তি তো, সব শান্তি। এখন অনেক ভালো লাগতাছে। আমরা তাগোর জন্য আল্লাহ্’র দোয়া করি। এ বিষয়ে আয়োজকদের পক্ষে ‘ভাত-মাছ’ উৎসবের প্রধান অতিথি মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আমরা বিশ্বাস করি, মানব সেবাই পরম ধর্ম। মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয়। আমরা তাদের সেবার মধ্যদিয়েই সৃষ্টিকর্তাকে খুশি করাতে চেষ্টা করছি। জানিনা কতটুকু পেরেছি। তিনি বলেন, আসলে আমরা সকল মানুষই সমান। হয়তো আপনার আমার কাছে সমান নাও হতে পারে। কিন্তু ওই যে উপরে একজন বসে আছেন, সেই জনের কাছে সবাই সমান। আজ সৃষ্টিকর্তা চাইলে ওই ছিন্নমূল মানুষের মাঝে আমিও থাকতে পারতাম, তিনি চান নাই তাই হয়নাই। আপনাকে আমাকে যদি একজনই বানিয়ে থাকে, তাহলে আপনার আর আমার মধ্যে কিসের ভেদাভেদ। আমরা তাদের সাথে একসাথে ‘ভাত-মাছ’ খেয়ে সেটাই প্রমাণ দেয়ার চেষ্টা করেছি যে, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই, আমরা সবাই সমান। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাকির খানের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের তিন দিনের কর্মসূচি ছিলো। এটা ছিলো তৃতীয় দিনের অর্থ্যাৎ শেষ দিনের কর্মসূচি। আজ এখানে আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা জাকির খানের দ্রুত কারামুক্তি ও তার দীর্ঘায়ূ কামনায় দোয়া হয়েছে। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার দ্রুত সুস্থতা এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায়ও দোয়া করা হয়েছে। উৎসবে বিশেষ অতিথি হিসেবে মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ পিয়ার আলী, মো আমান ও মোঃ আসাদুল জামান সানী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ হারুন মিস্ত্রী, সিদ্ধিরগঞ্জ মৎস্যজীবী দল নেতা মোঃ আরিফ, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সঞ্জয় মন্ডল অয়ন, সদস্য মোঃ সুমন, ২৩নং ওয়ার্ড মৎস্যীবী দলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য চান মিয়া, মোঃ আজীম, নাঈম, নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক দলের নেতা মোঃ আশ্রাফ দেওয়ান, মোঃ সুমন খান প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা