আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৮

মিজমিজির পূর্বপাড়ায় মাদক ব্যবসা জমজমাট

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া, পাগলা বাড়ি এলাকায় মাদক কারবারীরা অবাধে মাদক বিক্রি করছে। হাত বাড়ালে এসব এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাজা পাওয়া যায়। হাতের কাছেই মাদক পেয়ে এলাকার তরুণ যুবক স্কুল-কলেজ গামী ছাত্ররা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকার জন্য কিশোর, তরুণ, যুব্করা বিপথগামী হচ্ছে। কিশোর গ্যাং এর সাথে আতাত করে অনেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মুক্তিপণ, সন্ত্রাস সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘœ ঘটছে। মাদক সেবীদের আতঙ্কে এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। নিজেদের সন্তানকে মাদকের কবল থেকে রক্ষা করতে না পেরে অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে। জানা গেছে, মাদক ব্যবসায়ীরা এলাকার বড় ভাইদের মাসিক মাসোয়ারা দিয়ে নির্ভয়ে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ সূত্রে, জানা গেছে আল মদিনা জামে মসজিদের সভাপতি আমির হোসেনের সেলটারে (প্রশ্রয়ে) তার ভাড়াটিয়া ফরহাদ তার ভাতিজা আক্তারের পুত্র অনিক মাদক কারবারীদের নেতৃত্ব দিচ্ছে। এলাকাবাসী জানান, হাবিব ফার্মেসীর গলি হইতে আল মদিনা মসজিদ পর্যন্ত রাস্তার মধ্যে রাত দশটা থেকে দুইটা পর্যন্ত মাদকের জমজমাট হাট বসে। প্রতিদিন এখানে হাজার হাজার টাকার মাদক বিক্রি করছে আজিজ মাতবরের ভাতিজা রাকিব, জিয়াউদ্দিন এর পুত্র সাব্বির, নিলুফার পুত্র জনি, আবু সাঈদের পুত্র ডিলার জসিম, ইয়াসিনের পুত্র কানা, বশিরের পুত্র আকাশ, মশিউরের পুত্র মাসুদ, গণির পুত্র মিশু, মুসলিম মাদবরের বড় ছেলে হাবিব, পরিচয়হীন রানা। এসব মাদক কারবারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে এলাকাবাসী জানালে পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে ছিল। জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকার এই মাদক কারবারীরা আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। মিজমিজি পূর্ব পাড়া এলাকার তরুণ সমাজকে মরণ নেশা মাদক থেকে আলোর পথে ফিরিয়ে আনতে মিজমিজি পূর্বপাড়াবাসী মাদক নির্মূলে সোচ্চার হয়ে উঠেছে। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা