
ডান্ডিবার্তা রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই তাদের প্রত্যাশা। আর এই প্রত্যাশা পূরণের জন্য তারা ভিসা নিষেধাজ্ঞা, ভিসা নীতি সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু এসব আশ্বাসের পরও বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল। তারা মনে করছে যে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং এ ধরনের নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না বলেও এখন পর্যন্ত তাদের অবস্থান জানিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে আশ্বস্ত করছে যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও এবার সরকার ২০১৪ বা ২০১৮ এর মতো নির্বাচন করতে পারবে না। এই ধরনের নির্বাচন মোকাবিলা করার জন্য এবার মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আর তাই বিএনপিকে আস্বস্ত করা হচ্ছে, তাদেরকে নির্বাচনে যেতে বলা হচ্ছে। নির্বাচনে গেলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে এমন আশ্বাসও দেওয়া হচ্ছে। নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বিএনপিকে পাঁচটি আশ্বাস দেওয়া হচ্ছে। তা হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন: বিএনপিকে আশ্বাস দেওয়া হচ্ছে যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এবারের নির্বাচনের প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান পালন করবে বা নিরপেক্ষ অবস্থান গ্রহণে বাধ্য হবে। তারা যে সমস্ত পদক্ষেপ গুলো নিচ্ছে, এই সমস্ত পদক্ষেপের ফলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা নির্বাচন কমিশনের পক্ষপাতপূর্ণ আচরণ করার কোনো সুযোগ থাকবে না। এই ধরনের আচরণ করলে নির্বাচন স্বীকৃতি পাবে না এবং আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না। তখন সরকার আরও বড় ধরনের সংকটে পড়বে। আটক নেতাকর্মীদের মুক্তি এবং হয়রানিমূলক মামলার বিষয়টি বিবেচনা: বিএনপিকে আস্বস্ত করা হয়েছে যে, বিএনপি যদি নির্বাচনে রাজি হয় তাহলে সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে আটক নেতাকর্মীদের মুক্তি ব্যবস্থা করা হবে এবং যে সমস্ত রাজনৈতিক হয়রানির কারণে মামলা রয়েছে সেই মামলা গুলো স্থগিত করা বা প্রত্যাহার করার জন্য বিশেষ ব্যবস্থা পশ্চিমা দেশগুলো গ্রহণ করবে। তারা মনে করছে যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য এটি করা উচিত এবং নির্বাচনের আগে যেন রাজনৈতিক ভাবে বিরোধী দলের ওপর কোনো রকম হয়রানি না করা হয় সেটা নিশ্চিত করার জন্য তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। লেভেল প্লেয়িং ফিল্ড: এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সকল দল বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো যেন সমান ধরনের সুযোগ সুবিধা পায় সে ব্যাপারে তৎপর রাখা হবে এবং এই তৎপরতা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। কারচুপি হলেই ব্যবস্থা: মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আশ্বস্ত করছে যে, এবারের নির্বাচনে যদি জনমতের প্রতিফলন না ঘটে, কোনো বিশেষ ব্যক্তি বা দলকে যদি জেতানোর জন্য কারচুপি করা হয় বা পক্ষপাতিত্ব করা হয় তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। কাজেই এরকম পরিস্থিতি নির্বাচন করলে সেই সরকার বৈধতা পাবে না এবং আন্তর্জাতিক ভাবে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। ফলে সরকারের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে। নির্বাচনের পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী ব্যবস্থা: অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন নিশ্চিত হয় সেজন্য নির্বাচনে যথাযথ পর্যবেক্ষকরা থাকবেন এবং এই পর্যবেক্ষক ছাড়াও নির্বাচনের কারচুপি হলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ওপর নানা রকম বিধি ব্যবস্থা গ্রহণ করবে। যার ফলে আবার পুনর্র্নিবাচন করতে হবে অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বা সরকারকে পুনর্নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯