আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৩৪

রাজবংশী ছদ্ম বেশে বিয়ে অবশেষে মামলা

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৩ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট পটুয়াখালী জেলার গলাচিপা, কালাইয়া, মো স্বাধীন ইসলাম নামে (১৭) কিশোরকে ফতুল্লা, পাগলার ডায়না রাজ বংশী প্রেমের প্রলোভনে ছদ্মবেশে বিয়ে অতঃপর মামলা। অভিযোগ সূত্রে জানা যায় যে স্বাধীন ইসলাম পটুয়াখালী জেলার করিম মৃধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন। আকস্মিক ফেইসবুক প্রেমে জরিয়ে যায় তারপরই চমকপ্রদক ও বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ছবি দিয়ে নানান কৌশলে প্রেমের ফাঁদে ফেলেন মরিয়ম আক্তার (ডায়না)। জানা যায় যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা পাগলা এলাকার বিভংবার চন্দ্র রাজ বংশীর মেয়ে ডায়না তার মিষ্টিমুখের কথা আর চমকপ্রদক ছবি দেখে প্রেমের ফাঁদে পা ফেলেন কিশোর স্বাধীন ইসলাম। স্বাধীন জানান ফেইসবুকে আমাদের মধ্যে ছয় মাসের সম্পর্ক তৈরি হয়। আমাকে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ছবি ও ভিডিও পাঠাতো এক পর্যায়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে বিয়ের জন্য। কিন্তু ডায়না সনাতনধর্মের হওয়ায় বিয়েতে আমি কখনোই রাজি ছিলাম না। এক পর্যায়ে ডায়না আমাদের বাড়িতে চলে আসে গ্রামের লোকজন নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ডায়নাকে নারায়ণগঞ্জ ফতুল্লা পাঠিয়ে দেওয়ার একাধিক বার চেষ্টা করলে ডায়না আত্মহত্যার হুমকি প্রদান করে। পরে গলাচিপা থানায় গিয়ে একটি সাধারণ ডাইরি করা হয় পরিবার থেকে। ঘটনা পর্যায়ে ডায়নার প্রবল ইচ্ছায় গত ২৭ জুলাই পটুয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমানের এভিডেভিডে নং ১১৪৭ করে ডায়না রানি রাজ বংশী থেকে মরিয়ম আক্তার ডায়না মুসলিম করে ইসলামি শরিয়া মোতাবেক পটুয়াখালী কোর্টে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিন মাস সংসার হয়। বর্তমানে মেয়ের চাচা আমার বিরুদ্ধে যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানি করতে যে অভিযোগ দায়ের করেছে সেখানে উল্লেখ হয় ডায়না রাজ বংশীকে কলেজ গেইট থেকে নিয়ে যাই তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গত সোমবার নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির ১৬৪ ধারার জবানবন্দিতে মরিয়ম আক্তার ডায়না উল্লেখ করেন চার লক্ষ টাকা নিয়ে আসি তারপর আমাকে যোর পূর্বক নিয়ে যায়। যাহা ফতুল্লা থানার মামলার এজাহার কপির বক্তব্যর সাথে কোন মিল নেই। এতে বোজা যাচ্ছে প্রেমের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা