
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে যানবাহনের একাধিক অবৈধ স্ট্যান্ড। শহরের আনাচে-কানাচে এই অবৈধ্য স্ট্যান্ডের ছড়াছড়িতে সৃষ্টি হচ্ছে তীব্র যানযট। অনিয়ম ও অব্যবস্থাপনায় ভেঙ্গে পরেছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। লিংকরোডের কাজের কারণে শহরে দিনে-রাতে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। গতকাল মঙ্গলবারও যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। তাছাড়া শহরের কালিবাজার শায়েস্তা খান রোড ও সিরাজউদ্দৌলা রোডের সামনে সব সময় দেখা মিলে যানজটের। তাতে করে ভোগান্তিতে পড়তে হয় কলেজপড়–য়া ছেলেমেয়েদের ও নগরীর জনগণের। নগরবাসীদের অভিমত, নগরীতে দিনের বেলায় অবৈধ অটোরিকশাগুলো প্রবেশ বন্ধ করে দিলে জনগনের এমন ভোগান্তিতে পরতে হয়না। বর্তমানে অবৈধ স্ট্যান্ড ও মাত্রাতিরিক্ত অটোরিকশা চলাচলই নগরীতে যানজটের অন্যতম কারন বলে মনে করেন নগরবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকেই যানজটের মাত্রা বেশি হয়েছে। শহরে যানজটের প্রধান পয়েন্টগুলো হলো, ১নং রেলগেট, ২নং রেলগেট, গ্রিন্ডলেজ ব্যাংক মোড়, চাষাঢ়া গোল চত্ত্বর, কলেজ রোড ও চাষাড়া রেলওয়ে স্টেশনের সড়ক। এছাড়া জিমখানা, ২নং রেলগেট ফজরআলী ট্রেড সেন্টারের সামনে রয়েছে অবৈধ স্ট্যান্ড। ফলে শহরে সকাল থেকে রাত পর্যন্ত ক্ষনে ক্ষনে লেগে থাকে যানযট। পথচারীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তায় যানযট লাগার আরেকটি কারন হচ্ছে কিছু কিছু মানুষের স্বভাবের কারণে। সকালে রাস্তায় পরিবহন চালকরা তাদের যানবাহন নিয়ে যখন বের হন, তখন তারা নির্দিষ্ট স্ট্যান্ড থেকে বের হয়েই বিভিন্ন পয়েন্টে বাস বা সিএনজি দাঁড় করিয়ে রাখেন যাত্রি তোলার আশায়। পাশাপাশি শহর জুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা ও সিএনজির অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়ি থাকলেও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগ নিরবতা পালন করছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, এ ব্যাপারে ব্যবস্থা আমরা বহুবার নিয়েছিলাম। কয়েকদিন পর পরই আমরা অভিযান চালাই কিন্তু কোনো লাভ হয়নি এছাড়া এটা সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করবে কোথায় স্ট্যান্ড হবে, কোথায় হবে না। অন্যদিকে নারায়ণগঞ্জ তো ঘনবসতি এলাকা তাই অটো কিংবা অন্যান্য যেসব বাহন রয়েছে তারাও কোনো নিষেধাজ্ঞা মানে না। যেখানে সেখানে গাড়ি পাকিং করে রাখে এবং আমাদের লোকবলও তেমন নেই যে যেখানে সমস্যা আমরা একটা লোককে সেখানে দাঁড় করিয়ে রাখবো। তবে আমি চেষ্টা করছি এ সমস্যা দূর করার জন্য।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯