আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৬

অক্টোবরে সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা রাজপথে থাকবো: সাখাওয়াত

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৩ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নেতাকর্মীদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী একটি মাস বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ এই মাসে কঠোর আন্দোলনে অংশ নিতে হবে। দেশ ও দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে কঠিন আন্দোলনে আমাদের রাজপথে থাকতে হবে। আমরা আমাদের সকলকে রাজপথে সাহসিকতার পরিচয় দিতে হবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠনের পর নারায়ণগঞ্জ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের সকল কর্মসূচিতে আমাদের ব্যাপক অংশগ্রহণকে কেন্দ্রীয় নেতারাও বাহবা দিয়েছেন। তাই আমরা সামনের এই কঠিন সময়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে হলেও রাজপথে আন্দোলন করে যাবো। আমাদের মনে রাখতে হবে এই কঠিন সময়ের মধ্যে যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারি তাহলে শুধু দেশই নয়, আমরাও বিপদে পড়ে যাবো। সামনের এই অক্টোবর মাসে আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকবো। সকলকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা ও সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত ‘দ্য রোড টু ডেমোক্রেসি’ ম্যাগাজিনটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ১০টি ইউনিট কমিটির শীর্ষ নেতাদের মাঝে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর চাঁনমারী এলাকায় একটি ল’ চেম্বারে সদর থানা বিএনপির শীর্ষ নেতাদের মাঝে এই ম্যাগাজিনটি বিতরণ করা হয়। দ্য রোড টু ডেমোক্রিস ম্যাগাজিনটি বিতরণের বিষয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নেতাকর্মীদের বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের এই ‘দ্য রোড টু ডেমোক্রেসি’ বইটি সকল নেতাকর্মীদের পড়ার সুযোগ করে দিবেন। যোগান সীমিত পরিসরে বইটি সকলের হাতে হাতে পৌঁছে দেয়া সম্ভব নয়। তাই বইটি যারা পড়বেন তারা পরবর্তীতে আরেকজনের হাতে পৌঁছে দিবেন। সকলকে এভাবে পড়ার সুযোগ করে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সদর থানা বিএনপির নেতা লুৎফর রহমান মন্টু, নজরুল ইসলাম সর্দার, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন মিয়াজী, অ্যাডভোকেট আনজুম আহমেদ রিফাত, সিবলি সাদিক সিব্বির, শাহজালাল মিয়া, পলাশ প্রধান, আবুল হোসেন রিপন সহ সদর থানার ৮টি ওয়ার্ডসহ গোগনগর ইউনিয়ন ও আলীরটেক ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা