
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিন ধরেই নানা কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল চলে আসছে। এর ফলে বিরোধী দলে থেকেও দলটি বর্তমানে একাধিক গ্রুপে বিভক্ত। সর্বশেষ গত বছরের ১৫ নভেম্বর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। যে কমিটিতে আহবায়ক করা হয় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে এবং সদস্য সচিব করা হয় জেলা যুবদলের সাবেক আহবায়ক গোলাম ফারুক খোকনকে। এই কমিটি গঠনের পর থেকেই জেলা বিএনপির একটি অংশ বিদ্রোহ দলে ভিড়েছেন। দিন দিন এই অংশটি বড় হতে শুরু করেছে। এর আগের কমিটিতে যেসব নেতারা জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন তারা অধিকাংশই বর্তমান কমিটি গঠনের পর নিষ্ক্রিয় হয়ে গেছেন। কেউ আবার মূল দলে না থেকে আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন। কয়েকজন আবার ঘরে বসেই বিএনপির রাজনীতি করে আসছেন। কেউ আবার মাঝেমধ্যে হুংকার দিয়ে চুপসে যাচ্ছেন। তবে তাদের পুনরায় দলে ফেরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি দলটির মধ্যে। এদিকে আর কয়েকমাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকা বিএনপি যেকোনো মূল্যে তাদের ক্ষমতা পুনরুদ্ধার করতে মরিয়া। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির মধ্যে এই অন্তঃকোন্দল নিজেদেরই বিপদ ডেকে আনবে। দলের এই দুঃসময়ে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই বলে মনে করছেন সবাই। খোঁজ নিয়ে জানা যায়, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেলসহ আরও কয়েকজন জেলা বিএনপির নেতা বর্তমানে বিদ্রোহী অবস্থানে রয়েছেন। তারা প্রত্যেকেই জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর ছিটকে পড়েছেন। গত ১৭ জুন অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে সর্বশেষ মনিরুল ইসলাম রবিকে দেখা গিয়েছিল। এরপর আর কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি। ঘরোয়া বিভিন্ন সভায়, দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য রেখে নিজেকে সরব রাখার চেষ্টা করছেন। অপর দিকে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ জেলা বিএনপির আহবায়ক কমিটির গঠনের পর থেকেই মূল দলে না ভিড়ে আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন। তবে তাকে নিয়ে বিএনপিতে রয়েছে ব্যাপক অসন্তোষ। নারায়ণগঞ্জের প্রভাবশালী এক এমপির সঙ্গে তার সখ্যতা থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি আগের জেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব থাকার সুবাদে তার বিরুদ্ধে কমিটি বাণিজ্যকরণের অভিযোগ উঠে। প্রায় সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান তাকে ভদ্রলোক বলে অভিহিত করেন। এছাড়া জেলা বিএনপির বাকি নেতৃবৃন্দ প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও তিনি প্রশাসনের কোনো বাধা ছাড়াই রাজনীতি করে আসছেন। এদিকে, আব্দুল হাই রাজু একসময় জেলা বিএনপির সামনের কাতারে থেকে রাজনীতি করে এসেছেন। পূর্বের কমিটিতে তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছেন। গত ১ বছর ধরে হঠাৎ করে উধাও হয়ে গেছেন তিনি। একই ঘটনা ঘটেছে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেলের ক্ষেত্রেও। নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে তার রয়েছে ব্যাপক অবদান। বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে ব্যাপক জেলজুলুমের শিকার হতে হয়। কয়েকবার কারাবরণও করেন। কিন্তু গত এক বছর ধরে তিনি নিজস্ব ব্যানারে বিএনপির রাজনীতি করে আসছেন। এর মধ্যে তাকে কয়েকবার মামুন মাহমুদের সঙ্গে দেখা গেলেও এখন দেখা যায় না। অন্যদিকে, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বর্তমানে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করলেও জেলা বিএনপির রাজনীতিতে তিনি অনেকটাই নিষ্ক্রিয়। কিন্তু একসময় জেলা বিএনপির রাজনীতি তিনি সম্মুখ সারিতে থেকে করেছেন। ফতুল্লা থানা এলাকায় রয়েছে ব্যাপক দাপট। কিন্তু অজ্ঞাত কারণে তাকে জেলা বিএনপির মূল দলে দেখা যায় না। এদিকে, জেলা বিএনপির সাবেক এইসব নেতারা দল থেকে দূরে সরে যাওয়ায় হতাশ নতুন প্রজন্মের নেতাকর্মীরা। একদিকে বিএনপির চেয়ারপার্সন শারীরিক অবস্থা ভালো নয়, আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে থেকেই দীর্ঘদিন ধরে দল পরিচালনা করে আসছেন। অন্যদিকে দলে মধ্যে অন্তঃকোন্দলে আবারও কপাল পুড়তে হতে পারে নারায়ণগঞ্জ বিএনপিকে। জেলা বিএনপির সাবেক নেতারাই বর্তমান কমিটির নেতাদের প্রতিপক্ষে পরিণত হয়েছেন। যা দলের জন্য অশনিসংকেত। তাই আগামী নির্বাচনের আগে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের এক কাতারে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯