আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৮

কে আসল কে নকল!

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দাবি করছেন দুইজন। একজন হলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের চরগড়কুল গ্রামের হাবিবুর রহমান হাবিব ও অপরজন হলেন ফেনী জেলার সোনাগাজী থানার মোঃ হাবিবুর রহমান হাবিব। নিয়ে বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তাদের দাবি কে আসল, কে নকল। এদিকে দুইজনই যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি করা কে কেন্দ্র করে কর্মীদের মধ্যে রয়েছে মুখরোচক আলোচনা। নারায়নগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব রাজপথে লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। ঢাকার সবকটি সভা সমাবেশে তার উপস্থিতি লক্ষনীয়। তবে ফেনীর হাবিবুর রহমান হাবিবও সরব। দলের পিছনে তারও অবদান রয়েছে অনেক। কেন্দ্রীয় যুবদলের একটা তালিকা পর্যালোচনা করে দেখা যায় ২১২ নং সদস্য পদে হাবিবুর রহমান হাবিব এর নাম রয়েছে। তিনি নারায়ণগঞ্জ বা ফেনীর কিনা তা উল্লেখ নেই। এতে করে দুজনে দাবি করছেন তারা কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য। এ বিষয়টি খোলাসা করা উচিত বলে মনে করেন নেতাকর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিষয়ে খোলাসা করলে দুই হাবিবকে নিয়ে সৃষ্টি কৃত বির্তক দূরীকরন হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা