আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:৫৭

মামলা’র প্রতিবাদে এসপির কার্যালয়ের সামনে আইনজীবীদের অবস্থান কর্মসূচি

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সাজানো বানোয়াট ও গায়েবী মামলার অভিযোগ তুলে প্রতিবাদে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মিছিল ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অভিমুখে এই অবস্থান নেন আইনজীবীরা। এর আগে আইনজীবী সমিতির ভবনের সামনে জড়ো হোন তারা। পরে সেখান থেকে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে আদালতপাড়ায় মিছিল করে এসে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে থেকে বক্তারা নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সাজানো বানোয়াট ও গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা না করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেন। নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাঈন উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদ, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন, আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান শিমুল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বেনজির আহমেদ, অ্যাডভোকেট তমিজ উদ্দিন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মেহেদী হাসান, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট কাজী আব্দুর গাফফার, অ্যাডভোকেট শাহআলম মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভেকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট মাসুদা বেগম শম্পা, অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট হেলাল উদ্দীন সরকার, অ্যাডভোকেট তারিকুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, অ্যাডভোকেট নিজামুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট গোলাম হোসেন, অ্যাডভোকেট নাজিমুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ সবুজ, অ্যাডভোকেট একেএম মাহমুদুল হক আলমগীর, অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট হামিদা খাতুন লিজা, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম মানিক, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট আল আমিন সিদ্দিকী, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট কাজী ওয়াসিম, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, অ্যাডভোকেট শারমীন আক্তার, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট কাউসার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, অ্যাডভোকেট মাইনুদ্দীন আহমেদ রেজা, অ্যাডভোকেট আনজুম আহমেদ রিফাত, অ্যাডভোকেট জামান মিয়া, অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া, অ্যাডভোকেট টুটুল সুলতানা, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট আনিসুর রহমান লিংকন, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট ফজলুর রহমান রিপন, অ্যাডভোকেট সাইদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আহসান হাবিব ভূঁইয়া গোলাপ, অ্যাডভোকেট বাহাউদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মোহসীন রানা, অ্যাডভোকেট হুমায়ুন কবির হৃদয়, অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক, অ্যাডভোকেট যোবায়ের আলম জীবন, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মোহসীন শেখ, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহামুদ, অ্যাডভোকেট নয়ন ঢালী, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট সারোয়ার জাহান, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট রাসেল প্রধান, অ্যাডভোকেট রাসেল মিয়া, অ্যাডভোকেট আদনান মোল্লা, অ্যাডভোকেট কাজী সুমন, অ্যাডভোকেট হাফিজুর রহমান মাসুদ, অ্যাডভোকেট আবু রায়হান, অ্যাডভোকেট আশরাফুল বারী ভূঁইয়া, অ্যাডভোকেট ফারাহ জুবায়েরসহ বিপুল সংখ্যক বিএনপিপন্থী আইনজীবী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা