আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:৫৪

বন্দরে ইয়াবার চালানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দর থানা ছাত্রলীগ নেতা অপু সাউদ বিশাল ইয়াবা চালনসহ গ্রেফতার হয়েছে। গত বুধবার রাতে র‌্যাব-১০ শ্রীনগর ক্যাম্পের অভিযানিক দল তাকে ও তার সহযোগী অর্পনকে সাড়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ বন্দরের মদনপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব তাদের বন্দর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় র‌্যাব-১০ এর সদস্য সার্জেন্ট মোঃ মাহাবুবুর রহমান (সেনা) বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে। র‌্যাব-১০ এর এএসপি কায়সার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার ইয়াবার চালানসহ ইনজামানুল হক অপু সাউদ (৩০) ও তার সহযোগি মাহফুজুর রহমান অর্পন (৩০) তে আটক করি। সেই সাথে তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ হাজার টাকা জব্দ করা হয়। আমরা সাক্ষীদের সামনে ধৃত ইনজামামুল হক অপুর দেহ তল্লাশি কেরে ২ হাজার ৮৩০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার টাকা) ও মোঃ মাহফুজুর রহমান অর্পনের দেহ তল্লাশি কেরে ১ হাজার ৮৭০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল ৫ লাখ ৬১ হাজার টাকা) উদ্ধার করে। এ ব্যপারে স্থানীয়রা জানান, বন্দর উপজেলার নাসিক ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষণখোলা এলাকার মৃত সেলিম সাউদের ছেলে বন্দর থানা ছাত্রলীগের নামধারী নেতা অপু সাউদ মাদক ও এখাধিক মামলার আসামী। তার সহযোগি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হত্যা মামলার আসামী অর্পন (৩০)। তাদের মাদক বিক্রির সিন্ডিকেট রয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে তারা দীর্ঘ দিন যাবত দের্দাসে অপরাধ করে যাচ্ছে। ধৃত অপুর বিরুদ্ধে বন্দর থানায় মারামারি মামলা নং৩১(৭)১৫ এবং অর্পনের বিরুদ্ধে ২টি মাদক মামলা নং- ১৬(৩)১৬ ও মামলা নং-১৮(১০)১৮ রয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, র‌্যাব-১০ থানায় ২জন মাদক ব্যবসায়ীকে থানায় হস্তন্তর করেছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো। উল্লেখ্য যে, অপু সাউদ দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রাজনৈতিক নেতাদের সাথে ফটোসেশন ও বিভিন্ন প্রোগ্রাম করে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে নানা অপকর্ম করে আসছিলো এবং বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজেকে বন্দর থানা ছাত্রলীগ নেতা বলেও দাবি করেন। তবে ওই সময় কেউ প্রতিবাদ না করলেও বর্তমানে ক্ষমতাসীন দলের কেউ তাকে ছাত্রলীগ বলে স্বীকার করছেন না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা