আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৬

শিক্ষক দিবসে ৩ শিক্ষককে ডিসির সম্মাননা

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিশ্ব শিক্ষক দিবসে দুইজন জন শিক্ষক ও ১ জন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুল। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই তিন গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। গলাচিপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহারকে প্রদান করা হয় ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষা সন্মাননা’, পাঠানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মণকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষা সন্মাননা’ এবং ফতুল্লার লামাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আমান উল্লাহকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ আশেক আলা মাস্টার শিক্ষা সন্মাননা’। সম্মাননা স্মারক তুলে দেয়ার পর প্রেরণাদায়ক বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এ জন্যই সব দেশে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে সম্মান করা হয়। তিনি বলেন, সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে, তাদের মর্যাদার আসনে রাখতে হবে। গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে গুণগত শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সচেতন নাগরিক আমাদের সবাইকে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি গুণী শিক্ষকদের সহযোহিতায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বিশিষ্ট শিল্পপতি আবুল হাসনাত কবির।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা