
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির দাবি এমন কোন ঘটনা না ঘটলেও গায়েবি মামলা দেয়া হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে আবারও সহিংস রাজনীতির পথ বেছে নিচ্ছে বিএনপি। সদ্য দায়ের করা মামলায় মোট ৩৯ জন বিএনপির নেতাকর্মীকে নামীয় আসামী করা হয়। আসামীদের তালিকা প্রকাশ হলে দেখা যায়, তাদের অধিকাংশই বিএনপির মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় অথবা সভাপতি গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে চিহ্নিত। ধরে ধরে সক্রিয় ও গিয়াস অনুসারীদের নামের তালিকা বেশি থাকায় গিয়াস অনুসারীরা বলছেন, স্থানীয় এমপির রোষানলের কারণেই মামলায় আসামী হতে হয়েছে তাদের। আসামীদের তালিকায় রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূঁইয়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক আনোয়ার মিয়া, শাহাদাৎ হোসেন, নাজমুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাজী মাজেদুল, কুতুবপুর বিএনপি নেতা জাকির, মিঠু সরদার, মজিবর শিকদার, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক পিয়াস খন্দকার, সিরাজ, শামীম। জেলা ছাত্রদল নেতা আতা ই রাব্বি, তার ছোট ভাই জিদনী, রাফি, তানহা, মাহফুজ, ইউনুস, রাজু, অভি, বিএনপি সন্ত্রাসী তুষার আহমেদ মিঠু, নজরুল ইসলাম, ফতুল্লা বিএনপি নেতা রোজেল, মকবুল হোসেন বাবলু, হাসান, লিটন সরকার, তারা মিয়া, জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, হাসান মাহমুদ পলাশ, সেলিম চৌধুরী, মাসুম, এনি, গিয়াস উদ্দিন লাভলু, মোসলেম উদ্দিন মোসা, রুহুল আমিন মুন্সি, শামীম, আলমগীর হোসেন, হাজী শহীদুল্লাহ, কাউন্সিলর ইকবাল। বিএনপির নেতাকর্মীরা বলছেন, মামলার আসামীদের অধিকাংশই নিষ্ক্রিয়। তবে নিষ্ক্রিয় হলেও স্থানীয়ভাবে তারা গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া হয়েছেন মশিউর রহমান রনি ও তার অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদেরও এখানে আসামী করা হয়েছে। এই দুই বলয়ের বাইরে সক্রিয় বেশ কিছু বিএনপি নেতাকেও মামলায় আসামী করা হয়েছে। মামলার আসামী মেহেদী হাসান দোলন বলেন, ‘এই মামলা যে গায়েবি তা সহজেই সবাই বুঝতে পারে। আমরা অবাক হয়েছি ছাত্রদল নেতা আতা ই রাব্বীর ভাই একজন ডাক্তার। তার ভাই রাজনীতির সাথেও যুক্ত নেই। তার ভাইকেও এই মামলায় আসামী করা হয়েছে। অথচ সে রাজনীতির বাইরে চিকিৎসা পেশায় নিয়োজিত। এই বিষয়গুলোই প্রমাণ করে তারা মরিয়া হয়ে সক্রিয় নেতাদের যেকোন মূল্যে দমাতে চায়।’ গিয়াসের অনুসারী আরেক বিএনপি নেতা বলেন, ‘বিএনপি নারায়ণগঞ্জে সমাবেশ করে তাদের সক্রিয়তা দেখিয়ে দিয়েছে। এটা মেনে নিতে না পেরে এখন মামলা করে দমিয়ে রাখতে চায়। খুবই হাস্যকর যে গত ১৫ বছর যেই দলকে হাজার হাজার মামলা দিয়ে দমাতে পারলো না, তারা সেই পুরোনো পথই বেছে নিয়েছে। তবে এসব মামলা করে গিয়াসসহ জেলা বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বেছে বেছে গিয়াস অনুসারীদের মামলা দিয়ে বিএনপির সক্রিয়তা কাটানোর সুযোগ নেই।’ এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়াতে বলেন, ‘এই ধরনের মামলা নির্বাচনের আগে আরও বাড়বে। কোন কর্মসূচি ছাড়াই পুলিশ গায়েবি ঘটনা সাজিয়ে মামলা দিবে। ফতুল্লা থেকে শুরু হয়েছে, দেখা যাবে ধীরে ধীরে সব থানাতেই গায়েবি মামলা হচ্ছে। এগুলো পরিকল্পিতভাবে বিএনপিকে দমানোর কৌশল ছাড়া কিছুই না।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯