আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৮

সোনারগাঁয়ে বৈঠা নিয়ে টানাটানি

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার সময় যত ঘনিয়ে আসছে ততোই রাজনীতিতে উত্তাপ তৈরী হচ্ছে। রাজনীতির মাঠে বিএনপি আওয়ামী লীগ কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুই দলই কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে। অক্টোবর জুড়ে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আবহাওয়া তৈরি করা হবে বলে আওয়ামী লীগের নেতাদের দাবী। এই সময়ের মধ্যেই ক্ষমতাসীন দল তাদের মনোনয়ন গুলো চূড়ান্ত করে ফেলবে বলে জানান সুত্র। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থী মনোনয়ন পাবেন তাদেরকে চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হবে। তারা যেন নির্বাচনী এলাকায় প্রচারণার কাজ শুরু করে সেই বার্তাটি দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় শান্তি সমাবেশ করছে বিভিন্ন জেলায়। এদিকে আওয়ামী লীগ এবার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে চায়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ চলমান রেখেছে। তাদের বিপরীতে বিএনপিও এক দফা দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের জন্য আন্দোলন করে যাচ্ছেন। এই মাসেই সরকারের পতন ঘটিয়ে সর্বোচ্চ আন্দোলনে যেতে চান। সেই সাথে সরকারকে পতন ঘটাতে চান। কিন্তু চলতি মাসে সরকারের পতন ঘটাতে বিএনপি-জামায়াতের ঘোষিত আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। এই লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশ হবে। কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ। ওই সভায় জেলার ৫টি আসনের জন্য নৌকার দাবী তুলে ধরা হবে। বিশেষ করে সোনারগাঁ আসন এলাকায় সমাবেশ হওয়ায় সেখানকার নেতা কর্মীরা তাদেরকে নৌকার প্রার্থী দেয়ার দাবী তুলে ধরবেন। দলীয় সূত্রমতে জানাযায়, এই সমাবেশকে সফল করার জন্য জেলা আওয়ামী লীগ ব্যাপক ভাবে প্রস্তুতি নিচ্ছে। লক্ষাধিক লোকের সমাগত ঘটিয়ে বিএনপির যে কোন অরাজাকতাকে প্রতিহত করার জন্য তাদের শক্তির জানান দিবে। সমাবেশটি সোনারগাঁ আসনের এলাকা সোনারাগাঁ কাচপুরে অনুষ্ঠিত হবে। কেননা ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাচঁপুর। এই সমাবেশে সর্বোচ্চ লোকের মিছিল নিয়ে উপস্থিত হয়ে সোনারগাঁ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। তার মাঝে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ আসনের সাবেক এমপি কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও বর্তমান কার্যকরী সদস্য মাহফুজুর রহমান কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু, এরফান হোসেন দীপ, এইচ এম মাসুদ দুলাল, কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বজলুর রহমান আরও অনেকে। সমাবেশ প্রসঙ্গে ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচনের আগমুহুর্তে নারায়ণগঞ্জে এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় সমাবেশ। এই সামবেশের মাধ্যমে সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশীদের অগ্নি পরীক্ষার শক্তি দেখানোর সুযোগ রয়েছে। যেহেতু সমাবেশটি সোনারগাঁয়ে হচ্ছে। এজন্য সেখানকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা তাদের নেতৃত্বে বড় মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে চান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, আগামী দিনের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের সমাবেশ হবে নারায়ণগঞ্জের কাচঁপুরের সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়নের শান্তির বার্তা দেয়া হবে মানুষের কাছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে। দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। আমরা নারায়ণগঞ্জের-৫টি আসনে নৌকা চাই। এছাড়া এই সমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। লক্ষাধিক লোকের সমাবেশ হবে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, সোনারগাঁ আওয়ামী লীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি জামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওসহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিএনপি সরকারের আমলে আমরা সোনারগাঁয়ের কাচপুরে রাজপথে থেকে পাহাড়াদার হিসেবে থেকে আন্দোলন করেছি। তাদের যে কোন অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাছাড়া সমাবেশে সোনারগাঁ আসনে যেন নৌকা প্রার্থী দেয়া হয় তার দাবী তুলে ধরা হবে। সোনারগাঁ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম জানান, আমরা শেখ হাসিনার উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরছি। মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করার জন্য সোনারগাঁ আওয়ামী লীগ মাঠে প্রস্তুত রয়েছে। আমরা সোনারগাঁ আসনে নৌকার প্রার্থী চাই। নৌকার প্রার্থী দেয়ার জন্য আমরা দাবী জানাবো এই সমাবেশের মাধ্যমে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা