আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৫

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান জাল নোট এবং তৈরীর সরঞ্জামসহ ৩জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরির কারখানার সন্ধান মিলেছে। ফ্ল্যাট বাসার আড়ালে ওই কারখানাটিতে বিভিন্ন মানের জাল টাকা তৈরি করা হতো। শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে জাল টাকা তৈরির এই চক্রটি ভয়াবহভাবে সক্রিয় হয়ে উঠেছিল। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দুপুরে জেলা পুৃলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বাড়ির চতুর্থ তলায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে জাল নোট চক্র সেখানে জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে। ১০০, ২০০ ও ৫০০ টাকার জাল নোট ছাপিয়ে সেগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করতো তারা। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জে ওই বাড়িটিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার প্রমান পায়। সেখানে তল্লাশি করে উদ্ধার হয় ৭ লক্ষ ৮০ হাজার জাল নোটসহ জাল টাকা তৈরির বিভিন্ন ধরণের সরঞ্জাম। যার মধ্যে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, বিভিন্ন রংয়ের কালি, তিনটি ডাইস, এক কেজি ট্রেসিং পেপার ও ২৫০ পেইজ এ ফোর সাইজের কাগজ রয়েছে। এসময় ওই কারখানা থেকে আলমগীর হোসেন, রাসেল ও রুবেল ইসলাম ওরফে হৃদয় নামে জাল টাকা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুৃলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গ্রেফতারকৃতরা ঈদ, পশুর হাট ও পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব এলে জাল টাকা তৈরিতে সক্রিয় হয়ে উঠে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে এর আড়ালে কারখানা বসিয়ে বিভিন্ন মানের জাল নোট তৈরি করে নানাজনের কাছে সরবরাহ করে আসছে বলে প্রাধমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে এবং কারা জাল নোট কিনে নিয়ে ছড়িয়ে দিতো সে বিষয়ে গোয়েন্দা পুলিশের অনুসন্ধান ও নজরদারি চলছে। জেলা পুলিশ সুপার আরও জানান, বিপুল পরিমান জাল টাকা ও বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এছাড়া আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা ও জেলা গোয়েন্দা (ডিবি).পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা