
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায় জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে একটি নিরিহ পরিবার এবং এসময় ব্যাপক লুটপাট ও তাদের বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মিনু বেগম বাদী হয়ে মোঃ রাশেদুল হাসান সিথিল (২৮), মোঃ সিহাব (২৪), উভয় পিতা-মোঃ হারুন মোল্লা, মোঃ হারুন মোল্লা (৫৫), পিতা-মৃতঃ হান্নান মোল্লা, মোসাঃ সিড়িন বেগম (৪৬), স্বামী মোঃ হারুন মোল্লা, সর্বসাং পেরাব, ইউপি-জামপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ মামলায় মোঃ রাশেদুল হাসান সিথিল ও মোঃ হারুন মোল্লাকে গত শনিবার গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে প্রেরণ করে সোনারগাঁ থানা পুলিশ। ভূক্তভোগী মিনু বেগম জানান, ‘বিবাদীরা উচ্ছৃংখল ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের সাথে সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদীরা গত শনিবার আনুমানিক ৭টা সময় ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। বিবাদীরা আমাকে মারধর করে নীলা ফুলা জখম করে। ২নং বিবাদীর হুকুমে বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা হেমার, হাতুরী ও শাবল দিয়ে আঘাত করে আমার বিল্ডিংয়ের ওয়াল সহ বিভিন্ন মূল্যবান মালামাল ভাংচুর করে এবং রুমের ভিতর বিভিন্ন জামা কাপড় লেপতোষক সহ অন্যান্য পন্যসামগ্রী আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষতি সাধন করে। যার ক্ষতির মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। তাছাড়া বিবাদীরা গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুমের দরজা জানালা ভাংচুর করে রুমের ভিতরে থাকা সোকেস, আলমারি, ওয়াড্রফ, টিভি, ফ্রিজ, খাটিয়া ও বিভিন্ন পন্য সামগ্রী ভাংচুর করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি করে’। ভূক্তভোগীরা ও এলাকাবাসী জানান, বিবাদী সিহাব কুখ্যাত সন্ত্রাসী বিধায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক ও শিশু ধর্ষণের মামলা রয়েছে। মাটি সন্ত্রাস ও অটো চুরির ঘটনার সাথেও সে সম্পৃক্ত। আমরা দুর্ধষ সিহাবের দ্রুত গ্রেফতার চাই। তাছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী মহলের শেল্টারে বিবাদীরা দিনের পর দিন নাানবিধ অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের কারণে স্থানীয়রা অতীষ্ঠ। তাই তাদের উপযুক্ত শাস্তির দাবী করেছে এলাকাবাসী।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯