আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৮

সহাবস্থানের রাজনীতি চায় জনগণ

ডান্ডিবার্তা | ০৯ অক্টোবর, ২০২৩ | ৮:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে সহবস্থানের রাজনীতির আহবান জানিয়েছেন ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ। রাজনৈতিক অঙ্গনে নেই দ্বন্ধ, কিংবা সংঘাত, সংর্ঘষ। এর ফলে সাধারন মানুষের মধ্যেও স্বস্তি বিরাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়নের ব্যাপারেও আশাবাদী হচ্ছে। তবে এ অবস্থা ধরে রাখা গেলে নারায়ণগঞ্জবাসীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন জেলাবাসী। নগরবাসী মনে করছেন, এ অবস্থা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের চিত্র পাল্টে যেতে বেশী দিন সময় লাগবে না। তবে এ অবস্থা কতদিন চলমান থাকে সেটাই দেখার বিষয়! অন্যদিকে, নারায়ণগঞ্জের রাজনীতিতে বর্তমান অবস্থা ধরে রাখা গেলে একদিকে যেমন মানুষ নানা ধরনের শঙ্কা মুক্ত থাকবে তেমনি নিরাপদে নিজ নিজ গৃহে ফেরার একটা নিশ্চতয়তাও থাকবে। বোদ্ধা মহলের মতে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সহাবস্থানের রাজনীতি আরো আগে থেকে চালু থাকলে আন্দোলনের নামে অতীতে নারায়ণগঞ্জে এতো ক্ষতির সম্মুখিন হতো না সাধারন মানুষ। তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের উন্নয়ন ব্যহত করা যাবে না। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের আরো আন্তরিক হতে হবে বলেও মনে করছেন তারা। শহরবাসীর মতে, নারায়ণগঞ্জের রাজনৈতিক চিত্র বিগত যে কোন সময়ের তুলনায় অনেকটা ভাল। রাজনীতিতে সংঘাত কিংবা সংঘর্ষ নেই। নতুন বছরে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও নানা ধরনের রাজনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। কিন্তু নতুন বছরে কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বিশেষ করে ১০ দফা আন্দোলনের ঘোষনা দিলেও কেন্দ্রীয় নির্দেশনায় শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালন করে আসছে। এ অবস্থায় নারায়ণগঞ্জের রাজনীতিতে সহ অবস্থান ফিরে আসায় শহরবাসীর মধ্যে বিরাজ করছে স্বস্তি। এ বছরের শুরুতে বিএনপির ১০ দফা আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতিতে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করায় সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ। তবে, ১০ দফা আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের তেমন কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন ধরনের গোলযোগ ছাড়াই নারায়ণগঞ্জে শান্তিপূর্ন কর্মসূচি পালন করেছে। যা রাজনীতির জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। অন্যদিকে, আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান অবস্থা চলমান থাকলে নারায়ণগঞ্জের উন্নয়নেও তেমন কোন বেঘাত সৃষ্টি হবে না। রাজনীতিতে সহ অবস্থান বিরাজ করলে উন্নয়নের গতি যেমন বৃদ্ধি পায়, তেমন সাধারন মানুষের মধ্যেও রাজনীতিকদের নিয়ে ইতিবাচক মনোভাব তৈরী হয়। তবে রাজনীতির এ ধারা আরো আগে থেকে চালু করা গেলে নারায়ণগঞ্জের পুরনো চিত্র পাল্টে যেত অনেক আগেই এমন ধারনা নগরবাসীর। তবে রাজনীতিতে দুবৃত্তায়ন, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের আশ্রয়া প্রশ্রয় দেয়া,এবং ভুমিসদ্যুদের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তা হলেই নারায়ণগঞ্জ শতভাগ বাসযোগ্য হয়ে উঠেবে এমনটাই মনে করছেন বিশ্লেষক মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা