আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৯

মহানগর আ’লীগের চেয়ার ছাড়তে নারাজ শীর্ষ নেতারা

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগ থেকে মহানগর আওয়ামীলীগে রূপান্তিত হলেও নেতৃত্বের কোন রকম পরিবর্তন ঘটেনি। প্রায় দুই যুগ ছুঁই ছুঁই একই ব্যক্তিরা শহর থেকে মহানগর আওয়ামীলীগে রূপান্তিত হলেও সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ আঁকড়ে ধরে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু গত দুই যুগে শহর অথবা বর্তমান মহানগর আওয়ামীলীগে নেতৃত্ব দেবার মত সক্ষমতা সম্পূর্ণ নেতা জন্মালেও সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা নেতৃত্ব প্রত্যাশা করেও গত দুই যোগে তাদের ঠাঁই মেলেনি। যার কারণে গত দুই যুগে মহানগর আওয়ামীলীগে নেতৃত্ব প্রত্যাশীদের ভিড় দীর্ঘ হয়েছে। তবে তাদের ভিড় বৃদ্ধি পেলেও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের বর্তমান সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা তাদের নেতৃত্ব স্থানে নেতৃত্ব প্রত্যাশী যোগ্য নেতাদের সুযোগ দিতে অনিহা ভূমিকায় রয়েছেন। এতে করে মহানগর আওয়ামীলীগের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাময় অবস্থা তৈরী হলেও সেটি আর হয়ে উঠছে তাই মহানগর আওয়ামীলীগে আগামীর নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। দলীয় সূত্র বলছে, ২০২২ সালে ২৫ অক্টোম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আর শেষতক হয়ে উঠেনি। তবে পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের একটি সম্ভবনা থাকলেও শেষতক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের বর্তমান সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার মধ্যকার কোন্দল বিভাজনকে কেন্দ্র করে ওয়ার্ড কমিটি গঠনে দীর্ঘ সময় অতিক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নব কমিটি বা সম্মেলনের সম্ভবনা ক্ষীণ হয়ে পড়ে। যার কারণে আগামীর নেতৃত্ব প্রত্যাশায় সম্ভাব্য একাধিক নেতা মহানগর আওয়ামীলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাদের আগামীর নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। তাদের মধ্যে বেশীর ভাগ নেতারাই কেউ কেউ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন। যাদের মধ্যে অন্যতম হল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। যিনি ছাত্র রাজনীতি থেকে শীর্ষ পদে নেতৃত্ব দিয়ে যুব রাজনীতি এবং মূল দলে নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক জীবনে সর্বকনিষ্ঠ জেলা ছাত্রলীগের সদস্য থেকে রাজনীতিতে উত্থান ঘটিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন। পরবর্তীতে যুবলীগের পদার্পণ করে জেলা যুবলীগের সহ-সভাপতি পদের দায়িত্বে থাকা অবস্থায় নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক করা হয়। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন শীর্ষ পদে নেতৃত্ব দেবার পর নেতৃত্বের যোগ্যতা থাকা সত্ত্বেও মহানগর আওয়ামীলীগের সম্মেলন বা নেতৃত্বের পরিবর্তনের কোন রকম সম্ভবনা না থাকায় শীর্ষ নেতৃত্বে ফিরতে পারছে না। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরমান ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে উত্থান ঘটালেও ছাত্র রাজনীতিতে নেতৃত্বের যোগ্যতায় দ্রুত সময়ের মধ্যেই মূল দলের থানা কমিটির সদস্য পদে নির্বাচিত করা হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পদে নেতৃত্ব দিতে গিয়ে একজন আলোচিত নেতা হয়ে উঠেন। যার কারণে মহানগর আওয়ামীলীগের ভিন্ন ইউনিট বা তৃণমূল পর্যায় থেকে ক্লিন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদে থাকার দাবি জানাচ্ছে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন তুখোড় ছাত্র নেতা হিসেবে পরিচিত। কারণ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী তোলারাম কলেজের ছাত্র সাংসদের জি এস হিসেবে নির্বাচিত হয়ে নেতৃত্বে দিয়েছেন এবং জেলা যুবলীগের সহ-সভাপতি পরবর্তীকালে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। একজন সাবেক প্রভাবশালী ছাত্রলীগ নেতা থেকে যুব নেতা পরবর্তীতে আওয়ামীলীগেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকায় তাকে নিয়েও তৃণমূল ব্যাপক প্রত্যাশা করছে মহানগর আওয়ামীলীগের আগামীর নেতৃত্বে। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত ছাত্র রাজনীতি করা অবস্থায়ই নারায়ণগঞ্জ আওয়ামীলীগে একজন স্বচ্ছ ও সাংগঠনিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাজনীতিতে নিজেকে তুলে ধরেন। পাশাপাশি আওয়ামীলীগের দুঃসময়ের আন্দোলন সংগ্রামেও ছিল তার ব্যাপক ভূমিকা। যার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের বৃহৎ একটি অংশ আগামীর নেতৃত্বে তাকে দেখতে চায়। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামীলীগে দীর্ঘদিন ধরে শীর্ষ পদ আঁকড়ে ধরে রাখায়। আগামীর নেতৃত্ব প্রত্যাশীদের সংখ্যা ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। কিন্তু মহানগর আওয়ামীলীগে নেতৃত্ব প্রত্যাশীদের সংখ্যা দীর্ঘ হলেও নেতৃত্ব ছাড়তে নারাজ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা। যার কারণে মহানগর আওয়ামীলীগের ইউনিট কমিটি থেকে শুরু করে সম্মেলনে নিয়ে তাদের গড়িমসি সাম্প্রতিক সময়ে প্রতিয়মান হয়েছে। এতে করে আগামীর নেতৃত্ব প্রত্যাশায়ও এক প্রকার শঙ্কা তৈরী হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা