আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৯:১১

সিদ্ধিরগঞ্জে বিএনপির আটচল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ‘খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে বাস ভাঙচুর’ বিএনপির যে ৪৮ জন আসামী সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। এর আগে গত সোমবার দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। বাকী আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, নাসিক ১নং ওয়ার্ড সদস্য গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য আব্দুল হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি মো. আকবর হোসেন, বিএনপি কর্মী তানভীর রশিদ মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইঁয়া, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, বিএনপির কর্মী রিপন ওরফে কাইল্লা রিপন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহালম মানিক, মহনগর যুবদলের সদস্য শাহাদাৎ হোসেন ভোলা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহসহ অজ্ঞাত অনেকেই। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোেগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা