আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৯:২১

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে জখম মঙ্গল মিয়া

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ এর ৪নং ওয়ার্ডের আটি গ্রামে ছোট শ্যালিকার স্বামী ইমান আলীর ছুরির আঘাতে বড় দুলাভাই মঙ্গল মিয়া গুরুত্বর ভাবে জখম হয়েছেন। আহত মঙ্গল মিয়ার স্ত্রী মঞ্জুরা বেগম থানায় অভিযোগ করেছেন। মঞ্জুরা বেগম জানান, তার ছোট বোনের স্বামী ইমান আলী গত সোমাবার তার স্বামী মঙ্গল মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের দুটি রগ কেটে ফেলেছে। হাসপাতালে ভর্তি করার পর মঙ্গল মিয়ার ডান হাতে ২৪ টি সেলাই করা হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাসিন্দা মঙ্গল মিয়া( ৫৫)আঁটি গ্রামের মাসুম- মাইনুদ্দিন এর বাড়িতে ও ইমান আলী আসাদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ঘটনার আগের দিন গত রবিবার মঞ্জুরা বেগম আসাদ মিয়ার বাড়িতে তার ভাগ্নি রেহেনা বেগমকে দেখতে যান। তখন রাত নয়টা, পার্শ্ববর্তী ভাড়াটিয়া ইমান আলী বাড়িতে এসে মঞ্জুরা বেগমকে দেখে পিছন দিয়ে মঞ্জুরা বেগমের গলাচিপে ধরে। ইমান আলী মনজুরা বেগমের পিঠে কিল ঘুসি মারতে থাকে। আশেপাশের লোকজন এসে দেখে ফেলায় ইমান আলী সরে যায়। মঞ্জুরা বেগম বাড়িতে গিয়ে তার ছেলে ও স্বামীকে মারধরের ঘটনাটি জানায়। ইমান আলীকে এলাকায় না পাওয়ায় বাপ ছেলে কিছুই বলেন নাই। পরের দিন গত সোমবার সকাল বেলা অর্থাৎ ঘটনার দিন ইমান আলী আচার বিক্রি করতে মনজুরা বেগমের বাড়ির সামনে আসে। সেই সময় মঞ্জুরা বেগম ইমান আলীর পাশ দিয়ে যাওয়ার পথে ইমান আলী তাকে ছুরি বের করে তেড়ে আসলে মনজুরা বেগম চিৎকার শুরু করে। মনজুরা বেগমের স্বামী মঙ্গল মিয়া কাঠের টুকরা নিয়ে এসে ইমান আলীকে ধাওয়া করতে যায়। ইমান আলী তার হাতের ছুরি দিয়ে মঙ্গল মিয়ার ডান হাতের উপর উপর্যুপরি আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইমান আলীর ছুরির আঘাতে মঙ্গল মিয়ার ডান হাতের দুটি রগ কেটে যায়। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে। মঞ্জুরা বেগম আহত স্বামীকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। মঞ্জুরা বেগম আরো বলেন, আমার ছোট বোন জোসনা বেগম কে ইমান আলীর কাছে বিয়ে দেওয়ার পর থেকেই আমার বোন কে ইমান আলী মারধর ও নির্যাতন করতে থাকে। আমরা এর প্রতিবাদ করলে ইমান আলী আমাকে ও আমার স্বামীকে গালিগালাজ করে ও মারধোর করতে চেষ্টা করে। ইমান আলীর বিরুদ্ধে এ ব্যাপারে কোন সালিশ করলে সে আরো বেশি আমার বোনকে মারধর করে। আমার ছোট বোনকে আমাদের সাথে সম্পর্ক রক্ষা করতে ইমান আলী নিষেধ করেছে। তবুও আমরা ছোট বোনের বিপদ আপদে পাশে থাকি। ইমান আলী সুযোগ পেলেই আমাকে, আমার স্বামী ও আমার ছেলেকে যেকোনো সময় আঘাত করতে পারে। সে আমাদের পরিবারের কাউকে সহ্য করতে পারে না। সে সবসময় প্রতিহিংসা পরায়ণ হয়ে তার ভাই আসর আলীর লক্ষ টাকার দাপট দেখিয়ে বেড়ায়। কাউকে ইমান আলী মারলে, তার ভাই লক্ষ টাকা দিয়ে ইমান আলী কে উদ্ধার করবে বলে হুংকার দেখায়। ঘটনার আগের দিন ইমান আলী আমাকে একা পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে আমার উপর হামলা করে। পরের দিন আমার স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে। সে ভবিষ্যতেও আমাদের উপর হামলা করতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার দিনই আমি মঞ্জুরা বেগম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ইমান আলী ও তার ভাই আসর আলীর বিরুদ্ধে অভিযোগ করি। সিদ্ধিরগঞ্জ থানা এস আই জহিরুল ইসলাম ঘটনাস্থলে এসে তদন্ত করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে নিরীহ মঙ্গল মিয়া সহজ সরল একজন ভালো মনের মানুষ। সে সৎ উপায়ে জীবন যাপন করে। অন্যদিকে ইমান আলী ও আসর আলী মাদক ব্যবসা সহ নানা অপকর্মে জড়িত রয়েছে। তারা নিরীহ মানুষকে ভয় ভীতি ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে এলাকায় দাপট দেখাচ্ছে। দেশীয় অস্ত্র নিয়ে তারা প্রকাশ্য দিবালোকে এলাকায় ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। তাদের অত্যাচার অতিষ্ঠ এলাকাবাসী। ইমান আলী ও আসর আলী কে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা