আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৫

সিদ্ধিরগঞ্জে ডিবির সোর্স ছিনতাইকারী

ডান্ডিবার্তা | ১২ অক্টোবর, ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে মো: টুটুল নামের এক অটো গ্যারেজ মালিককে হয়রানি করে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের তালিকাভুক্ত সোর্স শুভ কর্তৃক এ হয়রানি হয়েছে বলে জানিয়েছেন ওই ভুক্তভোগী। তিনি বলেন, তার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন সোর্স শুভ। গত মঙ্গলবার রাতে মিজমিজি আল-আমাীন নগর মতিন হুজুরের বাড়ি সংলগ্নের একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও গ্যারেজে থাকা রিকশা চালকরা বলেন, ওইদিন রাতে হঠাৎ একটি গাড়ি করে সিভিল পোশাকে ৫-৬ জন ব্যক্তি গ্যারেজে প্রবেশ করে। তারা আসামাত্রই গ্যারেজে থাকা লোকজনকে বাহিরে বের করে দেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী মো: টুটুল জানান, আমি আমার গ্যারেজে বসে হিসাব করছিলাম। হঠাৎ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সোর্স শুভ এসে আমার সঙ্গে কথা বলাকালীন সময়ে আমার মোবাইল ফোন নিয়ে নেয়। পরে দেখতে পাই কয়েকজন পোশাক বিহীন ব্যক্তি এসে ডিবি পরিচয়য়ে আমাকে বলতেছে আমি নাকি অনলাইনের মাধ্যমে জুয়া খেলি। আমি যতই বলছিলাম এমন কোনো কর্মকান্ডের সঙ্গে আমি জড়িত নই, তারা ততই আমাকে বাহিরে বের করে নিয়ে যেতে চেষ্টা করছিলেন। একপর্যায়ে তারা আমার প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরা দেখতে পেয়ে একে একে সবাই বের হয়ে যান। তবে যাওয়ার আগ মুহুর্তে গ্যারেজের ভেতরে থাকা রিকশার আড়ালে নিয়ে আমার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন শুভ। আমার সিসি টিভির ফুটেজে সব প্রমান রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এমন কোনো বিষয়ে আমার জানা নেই। এখন পর্যন্ত কোনো গ্যারেজ মালিক অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সাধারণ ব্যবসায়ীকে হয়রানি করা হলে ছাড় দেয়া হবে না। উল্লেখ্য, ২০১৬ সালে ডাকাতি মামলার এক আসামির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে হাজতে যান সোর্স শুভ। এরপর একাধিকবার পুলিশ ও ডিবির হাতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় গ্রেপ্তারও হয়েছিল। ডিক্রিরচর খেয়াঘাটে আগামী শনিবার চালু হচ্ছে ফেরি সার্ভিস, ৩০ হাজার মানুষের উল্লাস দীর্ঘ প্রতীক্ষার পর আলীরটেকের মানুষের জন্য ধলেশ্বরী নদীর ডিক্রিরচর খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু হচ্ছে। আগামী ১৪ অক্টোবর ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান উপস্থিত থাকার কথা রয়েছে। ফেরি সার্ভিস চালুর খবরে উচ্ছ্বসিত ধলেশ্বরী নদীর দুই পারের মানুষই। জানতে চাইলে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, ফেরি সার্ভিস চালুর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ৩০ হাজার মানুষের একটি ইউনিয়ন আলীরটেক। ধলেশ্বরী আর বুড়িগঙ্গা নদী উপজেলার মূল ভূখন্ডকে এই ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে। এই ইউনিয়নটি শহরের মাত্র ২ কিলোমিটারের মধ্যে হলেও দুরুত্ব বাড়িয়ে ছিল নদী দু’টি। তাই ১৫ হাজার ভোটারের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডিক্রিরচর খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করা। স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের প্রচেষ্টায় ১৪ অক্টোবর ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জেলা সড়ক ও জনপথ অফিস (সওজ)। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার থেকে অনুমতি নিয়ে এই ফেরি সার্ভিসটি চালু করে দেওয়া হচ্ছে। ১৪ তারিখ থেকে সার্ভিস শুরু হবে। ডিক্রিরচরে ফেরি সার্ভিস চালু হলে আলীরটেকের মানুষ যেমন সহজেই নারায়ণগঞ্জে আসতে পারবে, একই ভাবে শহরের মানুষ আলীরটেক ইউনিয়ন ব্যবহার করে পদ্মাসেতুতে যেতে পারবে। আলীরটেক ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন জানান, স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষ গাড়িতে কখনো সরাসরি বাড়ি আসতে পারেনি। তাই দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ফেরি সার্ভিসের। ফেরি সার্ভিস চালু হওয়ায় আমরা প্রচুর খুঁশি। আলীরটেক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন জানান, ‘পদ্মা সেতু পেয়ে ভাঙ্গা, ফরিদপুরের মানুষ যেমন খুশি হয়েছিল। ধলেশ্বরী নদীর ডিক্রিরচর খেয়াঘাটে ফেরী সার্ভিস চালু হওয়ায় একই রকম খুঁশি হচ্ছে আলীরটেক ইউনিয়নের মানুষজন।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা