আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৪

ওয়ারেন্ট মাথায় নিয়ে বহাল তবিয়তে মতি

ডান্ডিবার্তা | ১২ অক্টোবর, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নানা অপরাধ কর্মকান্ডে জড়িত সেই বিতর্কিত যুবলীগ নেতা ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি এবার প্রকাশ্যে অংশ নিলেন একটি অনুষ্ঠানের নৈশ ভোজে। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আয়োজিত একটি অনুষ্ঠানে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ একেএম শামীম ওসমানের পাশে বসে টেবিলে খাবার খেতে দেখা যায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা কাউন্সিলর মতিউর রহমান মতিকে। এরই মধ্যে ওারেন্ট নিয়ে প্রকাশ্যে স্থানীয় সংসদ সদস্যের পাশে বসে খাবার খাওয়ার ছবি ও ভিডিও মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে। এনিয়ে চলছে বিভিন্ন সমালোচনা। এসময় তাদের পাশে সিদ্ধিরগঞ্জের একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের দাড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন পরোয়ানা জারির পর থেকে যুবলীগ নেতা ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি পলাতক রয়েছেন। এর আগে মতির বিরুদ্ধে পরোয়ানা জারির কয়েকমাস পেরিয়ে গেলেও সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেছেন তার কাছে পরোয়ানার কোন কাগজ পৌঁছেনি। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। সম্প্রতি মতির বিরুদ্ধে তথ্য প্রকাশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের অকথ্য ভাষায় গালিগালাজের অডিও ভাইরাল হয়। এ নিয়ে রাজনৈতিক ব্যাক্তি ও স্থানীয়দের মধ্যে চলে বিভিন্ন সমালোচনা। অডিও ভাইরালের পর থেকেই টনক নড়ে স্থানীয় প্রশাসনের। নিজেকে রক্ষা করতে এলাকা থেকে পালিয়ে যান যুবলীগ নেতা মতি। বেশ কিছুদিন পলাতক থাকলেও গত মঙ্গলবার প্রশাসনের চোখ ফাঁিক দিয়ে অংশগ্রহণ করেন একটি নৈশ ভোজের অনুষ্ঠানে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান, নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সাথে যুবলীগ নেতা ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির সঙ্গে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে মন মালিন্য ও বিরোধ চলছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বেশ কয়েকবার তাদের মিলিয়ে দিলেও পরবর্তীতে আবারও বিভক্ত হয়ে যান দু’জনে। মাঝেমধ্যে দু’গ্রুপের সদস্যরা জড়িয়ে পরেন রক্তক্ষয়ী সংঘর্ষে। তাই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এমপি শামীম ওসমান তাদের দু’জনকে আবারও মিলিয়ে দেন এবং একসাথে নৈশ ভোজে অংশ নেন। মতির বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বেশ কিছুদিন পলাতক ছিলেন। এমপির নির্দেশেই মূলত যুবলীগ নেতা মতিউর রহমান মতি ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে জানান তিনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, আমরা তাকে খুজতেছি। পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করা হবে। নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে মতির অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই। আমি এখনি ওসিকে বিষয়টি বলছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা