আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

সোনারগাঁয়ে হবে ত্রীমুখি লড়াই

ডান্ডিবার্তা | ১২ অক্টোবর, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনী প্রস্তুতি বা আন্দোলন সংগ্রামে তৎপর বা আন্দোলন রুখতে ব্যস্ত রয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে সোনারগাঁ আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টির প্রার্থীরা সমতালে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনকে ঘিরে। তবে সোনারগাঁ আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টির তিনদলের তিনজন নেতা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে একে অপরের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন। সূত্র মতে জানা যায়, সোনারগাঁ আসনে বর্তমানে সাংসদ হিসেবে রয়েছেন মহাজোট থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত লিয়াকত হোসেন খোকা। দশম সংসদ নির্বাচনে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় বারের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন লিয়াকত হোসেন খোকা। টানা দ্বিতীয়বারের মত সোনারগাঁ আসনে নেতৃত্ব দিতে গিয়ে জাতীয় পার্টির শক্তিশালী এক দুর্গ গড়ে তুলেছেন লিয়াকত হোসেন খোকা। যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সোনারগাঁ আসনের সাংসদ প্রার্থী হয়ে পূণরায় নির্বাচিত হয়ে নেতৃত্ব দেবার জন্য মরিয়া হয়ে আছেন সোনারগাঁ আসনের বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা। তবে সোনারগাঁ আসনে টানা দ্বিতীয়বারের মত আওয়ামীলীগ জাতীয় পার্টিকে ছাড় দিলেও দ্বাদশ সংসদ নির্বাচনে উক্ত আসনে আওয়ামীলীগ থেকে নৌকার প্রার্থী নিশ্চিতকরণে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বেশ তৎপর রয়েছে। কারণ কোন ক্রমেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় দিতে চায় না। তারই ধারাবাহিকতায় সোনারগাঁ আসনে শক্তিশালী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক সাংসদ মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ। তিনি ইতিমধ্যেই আওয়ামীলীগের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে সর্বদলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতার জানান দিয়েছে। এছাড়া বিএনপি থেকে সোনারগাঁ আসনে আজহারুল ইসলাম মান্নান বর্তমান সময়ে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। পাশাপাশি বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতির সাথে দলীয় আন্দোলন সংগ্রামে রয়েছে বেশ সক্রিয়। যার কারণে সোনারগাঁ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে অনেকটাই নিশ্চিত তিনি। কিন্তু উক্ত আসনে জাতীয় পার্টি এবং আওয়ামীলীগের শক্তিশালী দূর্গ রয়েছে। এতে করে জাতীয় পার্টি এবং আওয়ামীলীগের সাথে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা