
ডান্তিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন এলাকায় গিয়াস পন্থীদের টার্গেট করে একটার পর একটা গায়েবী মামলা দেয়া অব্যাহত রেখেছে পুলিশ। ফতুল্লা থানা এবং সিদ্ধিরগঞ্জ থানায় ক্রমাগত ভাবে একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই দুই থানার বিএনপি নেতৃবৃন্দ। গতকালও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে ১ নম্বর আসামী করে আরো একটি মামলা দেয়া হয়েছে। এর আগে ফতুল্লা থানায়ও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইকবাল হোসেন ফোন করে এসব তথ্য জানিয়েছেন। তিনি মনে করেন স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় পুলিশ এসব মামলা দিয়ে তাদেরকে চরম ভাবে হয়রানী করছে। তাদের স্বাভাবিক জীবনযাপন বিষিয়ে তুলেছে এবং তাদের মানবাধিকারের চরম লঙ্গন করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আরো বলেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা এ বিষয়ে খোঁজ নিয়ে লিখুন। পুলিশ একেবারে বায়বীয় বানোয়াট ঘটনা বানিয়ে এসব মামলা দায়ের করছে। যদি এমন কিছু ঘটতো তাহলে তো নারায়নগঞ্জের সাংবাদিকরা চুপ করে বসে থাকতো না। তারা লিখতো। মানুষ জানতো। আমাদের বিরুদ্ধে একটার পর একটা নাশকতার মামলা দেয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি পুলিশ ঘটনার যে স্থান, সময় এবং ঘটনার বিবরণ দিয়েছে তা আপনারা তদন্ত করে দেখুন। এমন কোনো ঘটনা ঘটেছে কিনা? তাই আমরা মনে করি এই অন্যায়ের বিচার খুব শিগগিরই মহান আল্লাহপাক করবেন এবং যে সকল পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হয়ে এসব অন্যায় অত্যাচার করে যাচ্ছেন তারা এবং তাদের পরিবার কঠিন বিচারের মুখোমুখি হবেন। এমন একটা সময় আসবে যখন মহান আল্লাহপাক এই পৃথিবীটাকে তাদের বসবাসের জন্য দূর্বিসহ করে তুলবে। এসব মিথ্যা মামলা দায়ের করার কঠোর বিচার হবে। আমাদেরকে যেভাবে বিনা অপরাধে ভোগাচ্ছে তেমনি পরিবার পরিজন সহ তাদের উপরও অমানিশার অন্ধকার নেমে আসবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে এই মামলার অপর আসামী ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, আমাদেরকে টার্গেট করে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। মামলায় আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে এমন ডাহা মিথ্যা অভিযোগ একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের বিরুদ্ধে কিভাবে করে বুঝে আসেনা। গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় এবং এর আগে ফতুল্লা থানায় যে সকল মামলা দেওয়া হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন কোথাও এমন কোনো ঘটনা ঘটেছে কিনা? তবে আমার মনে হয় পুলিশ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ ন্যাচারাল পানিশম্যান্ট বা আল্লাহর বিচার বলে একটা কথা আছে। যে যেমন কাজ করছে তার তেমন বিচার কিন্তু হচ্ছে। তিনি বলেন টার্গেট করে আমাদের বিরুদ্ধে একটার পর একট মামলা দেওয়া হচ্ছে। একটি মামলায় জামিন না পেতেই আরো একটি মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন একটি অবৈধ সরকার দেশে চরম লুটপাটের রাজত্ব জারি করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশ থেকে ঋন করে সেই টাকা উন্নয়নের নামে লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে। এসব খবর এখন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। ব্যবসার নামে একটি ‘অলিগার্ক’ শ্রেনী সৃষ্টি করে এ দেশের গরীব দুঃখী মানুষের পেটে লাথি মারছে। সেই সরকারকে বাঁচাতে যে সকল পুলিশ কর্মকর্তা আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে চরম ভাবে হয়রানী করছে তাদের বিচার খুব শিগগিরই এ দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তারা বুঝতে পারছে না মহান আল্লাহপাক তাদের এমন ভাবে পাকরাও করার ব্যবস্থা করেছেন যে তারা পালানোরও কোনো পথ পাবে না। কারণ এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্ব তাদেরকে নজরদারীতে রেখেছে। আর এটাই যে আল্লাহর বিচার সেটা তারা উপলব্ধি করতে পারছে না। হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ আরো বলেন আমরা কোনো রকম নাশকতা তো দূরের কথা জীবনে কাউকে একটি গালি দিয়েও কথা বলিনি। কাউকে অযথা কখনো ধমক দেইনি। অথচ আমাদের নামে একটার পর একটা নাশকতার মামলা দেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি খুব শিগগগিরই এইসব জুলুমের শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দিয়ে তারা যে অপরাধ করছে তাদের বিচার খুবই নিকটে বলে আমরা বিশ্বাস করি। প্রসঙ্গত সিদ্ধিরগঞ্জ থানায় যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার উল্লেখযোগ্য আরো যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, বিএনপি নেতা মোস্তফা কামাল এবং মোহাম্মদ আলী প্রমুখ। নেতৃবৃন্দ জানিয়েছেন এভাবে কোনো কারণ ছাড়াই তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের বিষয়টি তারা বিএনপির কেন্দ্রে জানিয়েছেন। এবং কেন্দ্র থেকে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দূতাবাসগুলিকে জানানো হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯