
ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগ নেতাকর্মীদের চাঙ্গা করতে আটঘাট বেধে মাঠে নেমেছেন শামীম ওসমান। ইতিমধ্যে তিনি বিভিন্ন সভা সমাবেশ করে দলীয় নেতাদের চাঙ্গা করতে জ্বালাময়ি বক্তব্য দিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আর এর মধ্যে সরকারকে অনেকগুলো কঠিন বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে। সরকারের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যে ইস্যুগুলোর সমাধান করতে না পারলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সরকারের সামনে পাঁচটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আর এই চ্যালেঞ্জ গুলোর মধ্যে রয়েছে- অংশগ্রহণমূলক নির্বাচন: ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করা। অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সাথে আওয়ামী লীগ সরকারের মত পার্থক্য রয়েছে। পশ্চিমা দেশগুলো মনে করে অংশগ্রহণমূলক নির্বাচন অর্থ গুলো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে। আর অন্যদিকে আওয়ামী লীগ মনে করে যে অংশগ্রহণমূলক নির্বাচন অর্থ হল যে নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে। আওয়ামী লীগের সামনে এই অংশগ্রহণমূলক নির্বাচনটি বড় চ্যালেঞ্জ। যদি আওয়ামী লীগের মতো অংশগ্রহণমূলক নির্বাচন করতে হয় তাহলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে। গত কয়েকটি উপনির্বাচনের পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা আওয়ামী লীগের জন্য কঠিন কাজ মনে হতে পারে। কারণ গত কয়েকটি উপনির্বাচনে ২০ শতাংশের বেশি ভোটার ভোট প্রদান করেনি। তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে সরকারের শেষ মেয়াদে এসে উপনির্বাচন আর জাতীয় নির্বাচন একরকম নয়। সরকার মনে করছে, বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাঠে নামিয়ে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন করা সম্ভব যেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে উৎসব মুখর পরিবেশে। এটি করা না করাটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক সংকট: দেশে অর্থনৈতিক সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। প্রবাসী আয় ঠিকঠাক মতো আসছে না। অন্যদিকে ব্যাংকিং সেক্টরেও একটি নৈরাজ্য বিরাজ করছে। আইএমএফ বাংলাদেশের অর্থনীতি কর্মকা- নিয়ে হতাশা প্রকাশ করেছে। যদিও সরকার বলছে, তাদের এখন প্রধান অগ্রাধিকার নির্বাচন। অর্থনৈতিক বিষয়গুলো তারা নির্বাচনের পরে দেখবে। কিন্তু আগামী তিন মাসে যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যায়, ডলার সংকট আরও বেড়ে যায়, ব্যাংকিং খাতে আরও বিশৃঙ্খলাতা দেখা দেয় তাহলে সরকারের নির্বাচনী অভিযাত্রাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ৩. শরিকদের সঙ্গে দূরত্ব: আওয়ামী লীগের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শরিকদের সাথে দূরত্ব। নির্বাচনের মাত্র চার মাস আছে। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের শরিকদের সঙ্গে কোনরকম যোগাযোগ নাই। শরিকরা জানেনা আগামী নির্বাচন কিভাবে হবে। সে নিয়ে তাদের কোনো বার্তাও দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর শরিক দলগুলোর সাথে বৈঠক করেছিলেন বটে কিন্তু তারপর আর কোনো যোগাযোগ নেই। শরিকরা উপেক্ষিত হচ্ছে এবং আর এই উপেক্ষার কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। সরকারকে তারা অবিশ্বাস করছে। আর এই বিশ্বাসের জায়গা যদি নির্বাচনের আগে ফিরিয়ে না আনা যায় তাহলে তা হবে সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। মার্কিন চাপ: মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে। প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গেল। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেছেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে আরও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বা স্যাংশন দেবে এমন আশঙ্কাও করছেন অনেকে। আর এরকম নিষেধাজ্ঞা যদি দেওয়া হয় তাহলে নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলবে সেটি একটি বড় বিবেচনার বিষয়। অর্থ পাচার এবং ঋণ খেলাপি: সরকারের জন্য নির্বাচনের আগে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থ পাচার এবং ঋণ খেলাপি ইস্যু। বাংলাদেশের অর্থ পাচার এখন বিশ্বের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই অর্থ পাচারের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা যায় তাহলে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলে অনেকে মনে করছেন। এরকম পরিস্থিতিতে সরকার নির্বাচনের আগে ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা দেখার বিষয়। আর এই পাঁচ সংকট কাটিয়েই সরকারকে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯