আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৮

রাজনীতিতে চরম উত্তেজনা!

ডান্ডিবার্তা | ১৩ অক্টোবর, ২০২৩ | ৯:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে সংসদ সদস্য শামীম ওসমানের জেলা বিএনপির সভাপতির আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গরম বক্তব্যে উত্তাল এখন রাজনীতি। এছাড়া গিয়াস উদ্দিনও শামীম ওসমানের বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন। ফলে আগে থেকেই উত্তপ্ত রাজনীতির মাঠ। এখন ছাত্রদল নেতার উপর হামলার পর এই উত্তাপ নতুন মাত্রা পেয়েছে বলে মনে করেন নারায়ণগঞ্জের সচতেন মহল। অপরদিকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এরই মাঝে আরো ঘোলাটে হয়ে উঠেছে। বিএনপি সহ বিরোধী দলগুলি এক দফার আন্দোলন নিয়ে মাঠে রয়েছে। বিরোধী দলগুলির দাবি হলো তারা তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, অন্যথায় তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে অনড় রয়েছে। বিপরীতে সরকারের দাবি তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হািসনার অধিনেই নির্বাচন করবে। এভাবে অনড় অবস্থা নিয়েছে দুই বড় দল। অপরদিকে মাঝারি দলগুলির মাঝে জামাত এবং চরমোনাই বিএনপির সুরে কথা বলছে। চরমোনাই নির্বাচকালীন জাতীয় সরকার চাইছে। আর জাতীয় পার্টি চাইছে সংলাপ এবং তারাও বলছে এই সরকারের অধীনে কোনো সুষ্টু নির্বাচন হবে না। যার ফলে নারায়ণগঞ্জ সহ সারা দেশেই রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর থেকে পুলিশ প্রশাসনের মাঝে এক ধরনের নিরপেক্ষতা দেখা দিয়েছে। এখন পুলিশ আর আগের মতো ধরপাকর করছে না। কারণ পুলিশ প্রশাসনের প্রায় সব অফিসারই চায় পশ্চিমা দেশগুলিতে তাদের সন্তানদের রেখে পড়াতে। নিজেরাও এক সময় ওই সব দেশে গিয়ে বসবাস করার স্বপ্ন দেখে। তাই তারা কোনো মতেই এই ভিসা নীতির আওতায় পড়তে চাইছেন না। তাই এরই মাঝে পুলিশ তাদের আগের সেই মারমুখী অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এই মুহুর্তে অনেকটাই মারমুখী হয়ে উঠেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ। তাই দিনে দিনে পরিস্থিতি আরো জটিল থেকে জটিল হচ্ছে বলেই মনে করেন নারায়ণগঞ্জের সচতেন মহল। অপরিদকে রূপগঞ্জেও একই অবস্থা বিরাজ করছে। সেখানেও বিএনপি নেতাকর্মীদের উপর এবং তাদের বাড়িঘরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের উপর হামলা করা হয়েছে। যুবলীগ নামধারীরা তার বাড়িতে ব্যাপক ভাংচুর করেছে। এবং তাদের জমি দখল করে সেখানে যুবলীগের অফিস নির্মান করেছে বলে অভিযোগ করা হয়েছে। ফলে বিপরীতে বিএনপির নেতাকর্মীদের ভেতরেও ক্ষোভ বিরাজ করছে। তাই যেকোনো সময় সেখানে বড় ধরনের সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পরতে পারে বলে অনেকে ধারনা করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা