আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:২২

মুসলমানের বিপক্ষে কাজ করলে তোমাকে গদি থেকে টেনে নামাবে: আউয়াল

ডান্ডিবার্তা | ১৪ অক্টোবর, ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, আমাদের এখানে তেমন কিছু করার নেই। ইসরায়েলকে মদদ দিচ্ছে আমেরিকা। আমাদের দেশের সরকার চায় আমেরিকার সমর্থন। সে কী করে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে? স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন ফিলিস্তিনের পক্ষ নিলে যদি দাদা নারাজ হয়ে যায়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। পরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সেখানে মাওলানা আব্দুল আওয়াল বলেন, মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। নয়ত কেয়ামতের ময়দানে নবীর কাতারে তোমার নাম থাকবে না। তুমি বারবার বলেছ মদিনা সনদের চলবে। সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হলে তাদের পক্ষে দাঁড়াতে হবে, নইলে কেয়ামতের ময়দানে তুমি আমার উম্মত হতে পারবে না এটা নবী বলেছেন। কেয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর রাসূলের কাছে যেতে হবে। তিনি বলেন, মুসলমানদের পক্ষে কাজ করতে ব্যার্থ হলে মুসলমানেরাই তোমাকে গদি থেকে টেনে নামিয়ে দেবে। আগামীকাল বায়তুল মোকাররম থেকে সংহতি মিছিল হবে। ইসলামের জন্য কথা বলতে গিয়ে এই নেতারা কারানির্যাতিত হয়েছেন। জেলখানায় আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে সেটি মামুনুল হককে দেখলেই আমরা বুঝতে পারি। আলেমদের নির্যাতন করে কেউ টিকতে পারেনি। আমি আবেদন জানাবো, তাদের সবাইকে মুক্তি দিন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশের মুজাহিদেরা প্রস্তুত। আপনারা সিদ্ধান্ত নিন, আমরা কার নেতৃত্বে যাবো। তিনি বলেন, নারায়ণগঞ্জে আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে ফিলিস্তিন যাওয়ার জন্য লক্ষ মুজাহিদ প্রস্তুত। যারা ক্ষমতায় বসে আছে, জনগণ কী তাদের বসিয়েছে? তারা দিনের ভোট রাতে চুরি করে, তলে তলে অনেক কিছু করে। হেফাজতের কোনো ফান্ড নেই। এত এত লোক এসেছে এখানে এক টাকাও খরচ হয়নি। তিনি আরও বলেন, আপনার মুজাহিদ আছে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে বলি, আমরা ফিলিস্তিনে যেতে চাই। ক্ষমতায় থাকতে চাইলে জনগণের এই দাবি বুঝতে চেষ্টা করুন। আসল নেতাকে কারারুদ্ধ করে রেখেছেন। মামুনুল হককে মুক্ত করে দিন আর কোনো নেতা লাগবে না। মামুনুল হকের নেতৃত্বে আমরা সশস্ত্র যুদ্ধ করতে চাই। আমরা কারও রক্তচক্ষু কারও ধমককে ভয় পাই না। এতদিন শুনেছি খেলার কথা এখন শুনি ফাটাফাটির কথা। কাদের বিরুদ্ধে খেলবেন পরিষ্কার না। আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, ফাটাফাটি করতে চাই। ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ ওলামা মশায়েখের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। গতকাল শুক্রবার জুম্মা শেষে নারায়ণগঞ্জ কালির বাজার চারারগোপ সড়কে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন উলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা এড: আকতার হোসেন, হাফেজ মাওলানা কামরুল হোসেন, মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাওলানা সাইফুদ্দিন মনির বলেন, মানবতার চিরশত্রু, মুসলমানদের শত্রু ইহুদীবাদী ইসরাইল কর্তৃক গত সাত অক্টোবর থেকে প্যালেস্টাইন বাসীদের উপর আক্রমণ করে ভয়ানক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা গাঁজা ও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়ে মানবতাকে নিচিহ্ন করে দিচ্ছে। তাদের হাত থেকে নারী ও শিশু এমনকি হাসপাতালের রোগীরাও রক্ষা পাচ্ছে না। তাদের হাত থেকে পবিত্র মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান রেহাই পাচ্ছে না। তারা ইতিমধ্যে খাবার পানি বিদ্যুৎ গ্যাস চিকিৎসা সহ সকল কিছু বন্ধ করা করে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে অসংখ্য হাসপাতাল স্কুল মসজিদ গুড়িয়ে দিয়েছে এই বর্বর বাহিনী। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যদি জাতিসংঘ তাদের হাত বাড়িয়ে না দেয় তাহলে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদী গোষ্ঠীকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনারা ইসরাইলকে হুঁশিয়ার করুন এবং তাদের পণ্য আমদানি করা বন্ধ করে দিন। উক্ত বিক্ষোভ মিছিলটি কালীর বাজার চারারগোপ মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রীনলেন্স ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা