আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৫

এলাকার মানুষ চাইলে নির্বাচন করবো: সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ১৫ অক্টোবর, ২০২৩ | ১:২৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমি বংশ পরম্পরায় আপনাদের গোলামী করার দায়িত্ব পেয়েছি। দীর্ঘদিন ধরে আমার চেষ্টা করছিলাম আলীরটেক একটা সুন্দর পর্যটন এবং ব্যবসায়িক জায়গা হিসেবে পরিণত করার জন্য। সেই স্বপ্ন বেশি দূরে নয়। আপনারা এখন নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পদ্মা সেতুতে পৌছে যেতে পারবেন। ফেরীর মাধ্যমে রাস্তার দূরত্ব কমে আসবে। এখন আমরা বলবো না গ্রামের মানুুষ এখন আমরা শহরের মানুষ। গতকাল শনিবার দুপুরে আলীরটেক ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ মাঠে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, সংসদ সদস্য চলাকালিন সময়ে আমার ৮টি অস্ত্রোপচার হয়েছে। ডাক্তারদের ভাষ্য অনুযায়ী আমার বেঁচে থাকার কথা না। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার জন্য প্রত্যেকটি মামুষ হাত তুলে দোয়া করেছেন। আপনাদের কাছে আমার একাটাই চাওয়া চেয়ারম্যানে হাতকে শক্তিশালী করেন। আপনারা যদি একত্রিত থাকেন আলীরটেক হবে পর্যটন এলাকা। চেয়ারম্যান একটি উন্নতমানের মার্কেট করতে চান। এলাকার মানুষ চাইলে যে কোনো কাজ সম্ভব। তিনি একটি ঈদগাহ করতে চান। আগামী রমজান ঈদের নামাজের জামায়াত এখানে পড়বো। কাপনের কাপড়ে কোনো পকেট নেই। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে পারি। সেলিম ওসমান বলেন, সরকারের উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে কয়েক রাত পার হয়ে যাবে। যে দল করেন না কেন উন্নয়ন কোথায় গেছে। জাতির পিতার দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তার কন্যা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। এখন কুপি জ্বালাতে হয় না। আমি ওমরা হজ্বে গিয়ে এলাকার মানুষের জন্য। দোয়া করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবার সরকার গঠন করতে পারেন। তাহলে বাংলাদেশ কখনও আটকাবে না। আজকে আপনার নাতি মোবাইল ফোন ব্যবহার করতে পারে। তবে অপব্যবহার যেন না করে। সন্তানদের সময় দিতে হবে। নিজের নির্বাচন করার প্রসঙ্গ টেনে সেলিম ওসমান বলেন, আমি থাকি না থাকি রাস্তার পর রাস্তা হবে। আমি নিজের অর্থায়নে চেষ্টা করেছি স্কুলের ভবন নির্মাণ করার জন্য। আপনারা মনেই কইরেন না নির্বাচনের জন্য এসেছি। নির্বাচনের জন্য আমি আসবো যখন গ্রীণ সিগন্যাল পাবো। তারপরে নির্বাচন। আপনারা অনুমতি দিলেই আমি নির্বাচন করবো। এর আগে আমার মা আমাকে অনুমতি দিয়েছিল নির্বাচনের জন্য। এবার মনোনয়ন দিবেন আপনারা। নির্বাচনের আগে আপনাদের কাছে আমি আসবো। আপনারা অনুমতি দিলেই আমি নির্বাচন করবো। আর অনুমতি না দিলে নির্বাচন করবো না। আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেলিম ওসমানের সহধর্মীনি নাসরিন ওসমান। সেই সাথে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের (সহজ) নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা