আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৮

এতিমখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ১৫ অক্টোবর, ২০২৩ | ১:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হেফজ্ বিভাগে নির্মাণাধীন এতিমখানা ভবন পরিদর্শন করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গতকাল শনিবার বিকেলে সেলিম ওসমান পরিদর্শন শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মোনাজাত করেন। দোয়ায় সংসদ সদস্য সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে প্রয়াত সাংসদ নাসিম ওসমান, শামসুজ্জোহা ও নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার সাথে জড়িত ছিল এমন মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে, সকালে নির্মাণাধীন এতিমখানা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ফার্মের গরু বিক্রির টাকায় এতিম শিশুদের জন্য নির্মাণ করা হচ্ছে ৬ তলা বিশিষ্ট ওই ভবনটি। এটি সম্পন্ন হলে ৬০জন এতিম বাচ্চাকে নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাদের থাকা খাওয়া, কোরআন শিক্ষার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের সাথে উপযোগী কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও করা হবে। এই প্রকল্পটির জন্য ৪কোটি ৩৫ লাখ টাকা থেকে তিনি ১ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এর আগে সেলিম ওসমানের ফার্মের গরু বিক্রির টাকায় নির্মাণাধীন এতিমখানা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কোরান খতম ও দোয়ার মধ্য দিয়ে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হেফজ্ বিভাগে নির্মাণাধীন ওই এতিমখানা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। এ সময় তার সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১ অক্টোবর ভবনটির প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন করা হয়। দোয়ায় সংসদ সদস্য সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে প্রয়াত সাংসদ নাসিম ওসমান, শামসুজ্জোহা ও নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার সাথে জড়িত ছিল এমন মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল আলম। উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আফসার উদ্দিন, নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি হাবিব উদ্দিন আহম্মেদ, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সাইফুদ্দীন আহম্মেদ আনিস, আব্দুল্লাহ আল মামুন, খাজা ইসমাইল হোসেন চিশতি দরবার শরীফ এর সভাপতি আফজাল হোসেন শোভন, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ মাওলানা আল আমিন, বক্তারকান্দি জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী আইয়ুব হোসেন, হাফেজ সাদেকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা