
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে একাট্টা হচ্ছেন। ইতিমধ্যে বিএনপির অনেক নেতা অভিমান ভুলে একমঞ্চে জড়ো হচ্ছেন। গতকাল শনিবারও কেন্দ্রের কর্মসূচি হিসাবে অনশন কর্মসূচি পালন করেন। অনশনে এসে বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও দ্রব্যমূল্য নিন্ত্রণের দাবিতে অনশন করেন। অনশনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমাদের নেত্রীর উন্নত চিকিৎসা ও মুক্তির দাবী করছি। এই কর্মসূচি দিয়ে কিন্তু কাজ হবে না। শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে আমাদের নেত্রী মুক্ত হবে। তাই শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমাদের আর কোন দাবী নেই। তিনি আরও বলেন, তারেক রহমান বারবার গণতন্ত্র উদ্ধারে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৭১ সালের পর বাংলাদেশে এত বড় সংকট আসেনি। আজ সবকিছুর দাম বেশি। অথচ এই প্রধানমন্ত্রী কোন কিছুর তোয়াক্কা করেন না। শেখ হাসিনার শুধু ক্ষমতা চাই। এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তি পাবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমাদের প্রয়োজন হরতাল অবরোধের মত আন্দোলন। এই মাসের মধ্যেই ঘোষণা আসবে। আপনারা সকলে প্রস্তুতি নিন। এখানে যারা আছে সকলের নামে গায়েবি মামলা আছে। সম্প্রতি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে দুটি গায়েবি মামলা হয়েছে। আমি এর নিন্দা জানাই। এ সকল গায়েবি মামলা দিয়ে আমাদের দমন করা যাবে না। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাল থাকলেই বাংলাদেশ ভাল থাকে। আজ বাংলাদেশ ভাল নেই কারণ বেগম জিয়া আজ অসুস্থ। তিনি বন্দি আছেন। তাকে কেন এত ভয় পায় এ সরকার। তিনি বলেন, আপনারা ভয় না পেলে খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোন আসনে শেখ হাসিনার নির্বাচনের আহ্বান জানাই। আমি জয়ের সাথে তারেক রহমানের নির্বাচনের আহ্বান জানাই। চ্যালেঞ্জ করে বলতে চাই আসুন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে। দেখি কার জনপ্রিয়তা কত বেশি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দিয়ে অসুস্থ করেছে। আজ ওরা তাকে চিকিৎসা নিতে দিতে চায় না। এর মানে ওরা খালেদা জিয়াকে হত্যা করতে চায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলে খালেদা জিয়ার বয়স হয়ে গেছে। আমি বলতে চাই তার ভেতর কোন রহম নাই। আপনি যতই চেষ্টা করুন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে আপনি তাকে হত্যা করতে পারবেন না। আজ সকল টাকা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পকেটে। ওদের দুর্নীতির গন্ধ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ সরকারের পতনের পর দেখতে পারবেন এদের দুর্নীতি কীভাবে প্রকাশ হয়। তিনি বলেন, ১৮ তারিখ ঢাকা মহাসমাবেশ থেকে পতনের ডাক দেয়া হবে। সেখানে আল্টিমেটাম দেয়া হবে। আমাদের দাবী যদি না মানা হয় তাহলে এ সরকারকে নামিয়ে মানুষ জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে এ সরকার আটকে রেখেছে। আজ তার জীবন সংকটাপন্ন। ডাক্তাররাও বলে দিয়েছেন তার চিকিৎসা দেশে আর সম্ভব নয়। তার যদি কিছু হয় তাহলে এর দায় সরকারকেই নিতে হবে। বক্তব্য রাখতে গিয়ে ওবায়দুল কাদেরের কথার জবাবে টিপু বলেন, তত্ত্বাবধায়ক সরকার মৃত না জীবিত এটা ২৮ অক্টোবরের পর বোঝাব। শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, এতদিন বলেছেন খেলা হবে, এখন বলছেন ফাটাফাটি হবে। খেলা তো হয়নি পুলিশ র্যাব বাদ দিয়ে আসুন নেতাকর্মীরা দেখিয়ে দেবে ফাটাফাটি কাকে বলে। নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, বিগত দিনে একটি জেলার ছাত্রলীগ সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ধরা পড়ে। কিন্তু তারপরেও এর ন্যায্য বিচার হয় না। আর আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার মিথ্যা মামলায় সাজা দেয়া হয়। তাকে এই সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার বলেছেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘ ছয়টি বছর আটকে রেখেছে। খালেদা জিয়াকে আটকে রেখে ওরা জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে দিতে চায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য জীবনের শেষ সময় কারাগারে পার করছেন। আমরা এই অনশন থেকে এই অবৈধ সরকারকে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আমাদের কী সক্ষমতা নেই। নারায়ণগঞ্জ থেকে ঢাকা অচল করে দেব। আমরা চাইলেই রাস্তাঘাট বন্ধ করে দিতে পারি। তবে ধৈর্য্য ধরছি। সামনে কর্মসূচি আসলে সর্বশক্তি দিয়ে আমরা মাঠে থাকবো। তিনি আরও বলেন, কোন মা অসুস্থ থাকলে তার ছেলেরা ভাল থাকতে পারে না। আমরা ভাল নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। সেটার জন্য তাকে বিদেশে নিতে হবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু কামনা করেন। নয়ত তিনি তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাবস্থা করতেন। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বলেছেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বাংলার জনগণ শুধু তোমাকে ক্ষমতা থেকেই সরাবে না। তোমাকে ও তোমার বোনকে এই দেশ থেজে বিতাড়িত করা হবে। এত আগে মানুষের হাতে পায়ে ধরে ক্ষমতায় এসেছিলে। এবার গেলে একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরও বলেন, আমরা এ সরকারের কাছে কোন মুক্তি চাইবো না। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তোমাদেরও একদিন ক্ষমতা ছাড়তে হবে কারণ তেমরা নির্বাচিত সরকার নও। তোমরা অনির্বাচিত সরকার। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, আমাদের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বলে দিয়েছে দেশে তার চিকিৎসা আর সম্ভব নয়। তাকে বাঁচাতে হলে বিদেশ নেয়া দরকার কিন্তু সরকার তাকে বিদেশে নিতে দিচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে ঢাকা নারায়ণগঞ্জ জ্বালিয়ে দিব। তিনি আরও বলেন, আমরা আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। তার যদি কিছু হয়ে যায় বাংলাদেশের প্রতিটি মানুষ এর জবাব দিবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯