
ডান্ডিবার্তা রিপোর্ট ৩টি বিষয় ঠিক থাকলে নির্বাচনে যাবেন সদর-বন্দর আসনের জনপ্রিয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। প্রথমটি আল্লাহ হায়াত দান করলে, দ্বিতীয়টি আল্লাহ নির্বাচন করার সুযোগ দিলে আর তৃতীয়টি নেত্রী নির্বাচন করার অনুমতি দিলে। তবে, এর আগে জনগণের অনুমতি নিতে চান এই নেতা। সেলিম ওসমান বলেন, ‘কোন মার্কা, কোন দল, এটা সেলিম ওসমানের জন্য লাগবে না।’। নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় গতকাল রবিবার রাত ১০ টার দিকে এহসান উদ্দিন আহমেদ চেয়ারম্যানের বাসায় এ কথা বলেন তিনি। সেলিম ওসমান বলেন, ‘আমি দল-মতের ঊর্ধ্ব উঠে সকলকে নিয়ে কাজ করেছি। আমি একক ভাবে কোন উন্নয়নই করতে পারিনি, এটা আমার দ্বারা সম্ভব না। তাই কখনই আমাকে উন্নয়নের একক কৃতিত্ব দিবেন না। আজকে আমি এখানে এসেছি, আমার ১০টি ভুল আপনারা ধরিয়ে দিবেন। যাতে আমার অসমাপ্ত কাজ গুলো পরবর্তীতে আমি কিংবা অন্য কেউ এমপি হয়ে আসলে করতে পারে।’ সেলিম ওসমান বলেন, আমার দু’টি কাজ এখনও অসমাপ্ত আছে। এ গুলোর একটি হলো লাঙ্গলবন্দ উন্নয়ন প্রকল্প, অন্যটি শান্তিরচরে শিল্প কারখানা গড়ে তোলা। লাঙ্গলবন্দ উন্নয়ন প্রকল্পের কাজ কেন বন্ধ হলো আমি জানি না। একটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে ছিলাম, সেখানে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে। কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। স্থানীয় চেয়ারম্যান প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, স্থানীয় চেয়ারম্যানরা আমার সাথে আসার পূর্বেই শর্ত দিয়েছি, কোন ঘুষ-দুর্নীতি করা যাবে না, কোন কাজে দেড়ি করা যাবে না, টিআর-কাবিখার টাকা সঠিক ভাবে ব্যবহার করতে হবে। আমি যদি বলতে পারি, আমি জনগণের গোলামী করতে এসেছি, তাহলে আপনাদেরও গোলামী করতে হবে। আমি আমার চেয়ারম্যানদের পাহাড়া দিয়ে রেখেছি। বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯